বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর pdf বই ডাউনলোড । “না এই ছেলে চোরের জাত? এই দেখেন দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছে।”
রইস উদ্দিন আমতা আমতা করে বললেন, শুনলে সমস্যাটা কী?
-“সমস্যা বুঝতে পারছেন না? মাথায় বদ মতলব সেই জন্যে চোরের মতো কথাবার্তা শুনছে।”
মতলুব মিয়ার হৈ চৈ চিৎকার শুনে শিউলিও চলে এসেছে, সে একটু অবাক হয়ে বলল, “কী হয়েছে?”
মতলুব মিয়া বলল “তুমি কোথা থেকে এই ছেলে ধরে এনেছ? পরিষ্কার চোর।”
শিউলি ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলল, “কী চুরি করেছে?”
-“এখনও করে নাই, কিন্তু মনে হয় করবে।” মতলুব মিয়া মুখ শক্ত করে রইস উদ্দিনকে বললেন, “ভাই আপনার টাকা-পয়সা মানিব্যাগ সাবধান।”
রইস উদ্দিন মতলুৰ মিয়াকে একটা কঠিন ধমক দিতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। বল্ট যে টেবিলের কাছে এসে দাড়িয়েছে সেখানে একটু আগে তার মানিব্যাগটা ছিল, এখন নেই। রইস উদ্দিন চমকে উঠে বললেন, “আমার মানিব্যাগ!”
আরও দেখুনঃ অন্ধকারের গ্রহ pdf বই ডাউনলোড এনিম্যান pdf বই ডাউনলোড
মতলুব মিয়া দুই লাফ দিয়ে বল্টুকে ধরে ফেলল, চিৎকার করে বলল, “বের কর মানিব্যাগ।”
-“মানিব্যাগ? কোন মানিব্যাগ?”।
মতলুব মিয়া দাঁত কিড়মিড় করে বলল, “ঢং করবি না ব্যাটা বদমাইস। তোদেরকে আমি হাড়ে হাড়ে চিনি।”
রইস উদ্দিন কিছু বলার আগেই মতলুব মিয়া বল্টুর ঢলঢলে পোষাকের ভেতরে সবকিছু দেখে ফেলেছে, কোথাও মানিব্যাগ লুকানো নেই। টেবিলে, টেবিলের নিচে আশেপাশে আবার খুঁজে দেখা হলো মানিব্যাগের কোনো চিহ্ন নেই। রইস উদ্দিন কয়েকবার নিজের পকেট দেখলেন, ভুল করে ড্রয়ারের মাঝে রেখে দিয়েছেন কিনা ভেবে ড্রয়ারটা খুলে দেখলেন এবং কোথাও না পেয়ে সত্যি সত্যি খুব দুশ্চিন্তিত হয়ে গেলেন। মাত্র বেতন পেয়েছেন, মানিব্যাগ ভরা টাকা, তা ছাড়া নানা রকম দরকারী কাগজপত্র রয়েছে, এখন এই মানিব্যাগ চুরি হয়ে গেলে তার মহা ঝামেলা হয়ে যাবে।
মতলুব মিয়া মোটামুটি নিশ্চিত ছিল বল্টুর সারা শরীর ভালো করে খুঁজলেই মানিব্যাগটা পাওয়া যাবে, না পেয়ে সেও খুব চিন্তিত হয়ে গেল।শিউলি কাছেই দাঁড়িয়েছিল সে বল্টুর দিকে তীক্ষ্ণচোখে তাকিয়ে থাকে। বল্টু উদাস উদাস চোখে শিউলির দিকে তাকাল এবং হঠাৎ তার চোখে একটা দুষ্টুমির হাসি ঝিলিক মেরে যায়।
নিচে বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 4.88 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন