প্লেন ক্র্যাশ pdf বই ডাউনলোড। গায়ের চাদরটা টেনেটুনে আরেকটু ঠিক করে নিলেন। বৃদ্ধ। এখনও শীত তেমন চেপে বসেনি। তবে বুড়ো বয়সটাই একদম বাজে, যখন-তখন ঠান্ডা লাগে। মাঠের একপ্রান্তে লোহার একটি বেঞ্চি। রাতে আধ ঘন্টা এক ঘন্টার জন্যে এখানে এসে বসা তারঁ অনেক দিনের অভ্যেস। প্রথম প্রথম ছেলেটা বাধা দিত, বাবা, ডাক্তার কমপ্লিট রেস্ট নিতে বলেছে। পরে যখন দেখল সাবধানবাণীতেই কাজ হচ্ছে না, হাল ছেড়ে দিয়েছে। বেঞ্চে সাধারণত একলা বলে থাকতেই তিনি পছন্দ করেন।
তবে অন্য কোন বুড়ো এসে পাশে বসলে তিনি মুখ ঘুরিয়ে থাকেন না, তাদের সঙ্গেও কথা বলেন। আজ বেঞ্চের কাছাকাছি পৌঁছে যখন দেখলেন কেউ নেই। খুব খুশি হলেন। বসেই মাথা তুললেন ওপরদিকে কুচকুচে কালো আকাশ। কী বিশাল, সীমাহীন ব্রক্ষান্ডের তুলনায় নিজেকে তুচ্ছ ভাবতে খুব ভাল লাগে তারঁ।
আরও বই দেখুনঃ
- মধুসূদন রচনাবলী pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- পড়ো পড়ো পড়ো pdf বই ডাউনলোড
- ক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড
- মিসির আলির চশমা pdf বই ডাউনলোড
রিটায়অর করেছেন কত দিন হলো যেন, দশ বছর। আগে কর্মকান্ডে ভরা ছিল নিজের জগৎটা, এখন ক্রমেই সীমাবদ্ধ হয়ে পড়ছে, সময় কাটতে চায় না আর। প্রায় সারাদিন অপেক্ষা করে থাকেন, কখন রাত নামবে আর কখন এসে বসবেন। এই বেঞ্চটায় ডাক্তার কমপ্লিট রেস্ট নিতে বলেছে! ডাক্তারের নিকুচি করি, ভাবলেন বৃদ্ধ। হারামজাদা ডাক্তার, বুড়ো হলে তখন বুঝবি! হঠাৎ তারঁ কানে ভেসে এল প্লেনের শব্দ।
অস্বাভাবিক কিছু নয়, রোজেন্দ্রপুরের এদিকটা দিয়ে প্রায় উড়ে যায় প্লেন। মাথঅ তুলতেই তারঁ চোখ পড়ল টেইললাইট। প্লেন তারঁ সহ্য হয় না, কান একেবারে ঝালাপালঅ করে দেয়। কিন্তু কেন যেন আজ এই প্লেনটার লাল আলোর ওপর থেকে কিছুতেই চোখ সরাতে পারলেন না।
মনে হলো কোথাও যেন একটা কিছু গন্ডগোল হয়েছে। প্লেনটা ডানদিকের ডানা নিচু করে দিল, আর তারপরেই বৃদ্ধের কানে তালা লেগে গেল বিস্ফোরণের বিকট শব্দে। প্লেনের সামনের দিকটা হা হয়ে গেল আর সেই পথে মাটিতে। পড়তে লাগল আসন, কেস, মানুষের শরীর।
হায় আল্লাহ! চেচিয়ে উঠলেন তিনি, ওদের রক্ষা করো! ঠিক তারঁ মাথার ওপর দিয়ে উড়ে গেল প্লেনটা এক মুহুর্তের একটা বিরতি যেন কোথাও কিছু ঘটেনি- তারপরেই বিস্ফোরিত হলো। আগুনে লাল হয়ে উঠল রাতের আকাশ। বিস্ফোরণের ঝাপটায় বেঞ্চ থেকে ছিটকে পড়লেন তিনি পায়ের তলার মাটিও যেন কেপেঁ উঠল থরথর করে।
নিচে প্লেন ক্র্যাশ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 8.93 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৮ |
বইয়ের লেখকঃ | খসরু চৌধুরী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন