প্রথম প্রেম pdf বই ডাউনলোড । খুব সম্ভব পৃথিবীর সব সমাজই এমন একটা সময় অতিক্রম করে যারা প্রধান বৈশিষ্ট্য খ্যাপামি। অর্থনৈতিক অবস্থা আর উৎপাদন – সম্পর্কে ক্রমাগত অস্থিরতার সঙ্গে সঙ্গে গোটা মানবগোষ্ঠীর মধ্যে অদ্ভূত এক চাঞ্চল্য দেখা দেয়।
এই সময়টায় কিছু গুরুত্বপূর্ণ অর্জন তাদের ভাণ্ডারে জমা হয়। একঝাঁক দুনিয়া কাঁপানো সৃষ্টিশীল মানুষ এই খ্যাপামির মধ্যেই তাঁদের কাজ দিয়ে শুধু নিজের সমাজ নয়, সারা পৃথিবীর জন্যে রচনা করেন ধ্রুপদ শিল্প; স্থির করেন ধ্রুপদের মান। রুশ সমাজে ওইরকম একটা সময়ে আমরা তিন দিকপাল লেখকের অস্তিত্ব খুঁজে পাই। এরা হলেন ইভান তুর্গেনেভ, ফিওদর দস্তয়ভষ্কি আর লিও তলস্তয়।
ইভান তুর্গেনেভের জন্ম ১৮১৯ সালে, রাশিয়ার ইউক্রাইন অঞ্চলের অথি প্রাচীন শহর ওরিয়োলে। পরিবারের অবস্থা সচ্ছল ছিল। কিন্তু তাঁর শৈশব কেটেছে নিঃসঙ্গতায়। নিয়ম-নীতি-সৌজন্য সম্পর্কে বাতিকগ্রস্তের মতো কঠোর মায়ের হাতে বিস্তুর মার খেয়েছেন স্বাভাবিক দুষ্টুমি আর নিয়ম-ভাঙ্গার অপরাধে।
তুর্গেনেভ প্রথমেই যে-তত্ত্বের অবতারণা করে সমসাময়িক লেখক-বুদ্ধিজীবিদের চমকে দেন তা হচ্ছেঃ পরাধীন মানুষ সৃষ্টিশীল হতে পারে না। মানুসের সার্বিক মুক্তিই সভ্যতা বিখাশে তার অবদান রাখতে পারার প্রথম পূর্বশর্ত। তিনি দেখালেন, পল্লীর যেসব ছোট ছোট স্বাধীন কৃষক নিজেদের জমি নিজেরা চাষ করে জীবিকা উপার্জন করে, তাদের মধ্যেই নিত্যনতুন জ্ঞানের উদয় হয়। এরা নানান দৃষ্টিভঙ্গিতে জীবনটা দেখতে আর তা প্রকাশ করতে পারে।
আরও দেখুনঃ দ্বিচারিণী pdf বই ডাউনলোড হারানো কাকাতুয়া pdf বই ডাউনলোড
শাসকের নিয়ম হলো সে ততক্ষণই বিরোধী প্রজার জ্ঞানচর্চা আর বিকাশ মেনে নেবে যতক্ষণ তার বিরুদ্ধে না যায়। সেখালে রুশ সমাজে সংখ্যাগরিষ্ঠ বুমিদাস শোষণের ওপর নির্ভরশীল জারতন্ত্র তুর্গেনেভের ওই ডকট্রিনের জন্যে প্রথমে তাঁকে সেন্টপিটার্সবুর্গ কারাগারে একমাস অন্তরীন করে রাখল। তারপর গৃহবন্দি করে রাখল দেড় বছর।
১৮৬২ সালে ‘ফাদার্স এন্ড সন্স’ প্রকাশিত হলে নতুন করে শাসকের রোষানলে পড়ের তুর্গেনেভ। শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। কিছুদিন জার্মানিতে কাটিয়ে চলে গেলেন লণ্ডন। এখান থেকে ‘ফাদার্স অ্যান্ড সন্স’ নতুন করে প্রকাশিত হলো এবং সাড়া পড়ে গেল। ওদিকে রুশ বিপ্লবীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হতে লাগল উপন্যাসটি। ওই গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র ‘বাজারভ’ রুশ সাহিত্যের ‘প্রথম বলশেভিক’ নামে খ্যাত হয়।
নিচে প্রথম প্রেম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র বইয়ের ধরণঃ বস্তুবাদী জ্ঞানভিত্তিক বইয়ের সাইজঃ 12.1 MB প্রকাশ সালঃ 2003 ইং বইয়ের লেখকঃ ইভান তুর্গেনেভ অনুবাদঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন