পরিস্থান pdf বই ডাউনলোড। পরিস্থান বইটি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলননের অসাধরণ একটি উপন্যাস। নিচে বইটির থেকে কিছু অংশ উদ্ধৃত করা হয়েছে? এই বুড়ি?
-উ।
তুমি কি ঘুমাইয়া পড়ছো?
-না।
তয় চোখ বুইজা রইছো ক্যান?
মিনু চোখ খুললেন, ফোকলা মুখে হাসলেন। ইচ্ছা কইরাই চোখ বুইজা থাকি।
আলো মুখ ঝাঁমটালো। ক্যান? ইচ্ছা কইরা চোখ বুইজা থাকো ক্যান?
-চোখ খোলা রাখলে যা বন্ধ রাখলেও তাই।
তোমার এইসব কথার আমি অর্থ বুঝি না।
-বুঝাইয়া কমু?
কও।
-চোখ খোলা রাখলে সবকিছু আবছা আবছা দেখি, বন্ধ রাখলে দেখি সবকিছু ফকফকা। পরিষ্কার
বিছানার পাশে যে, তোমার চশমা, চশমা পরো না ক্যান?
-এখন পরুম।
ক্যান?
-তোর মুখ দেখনের জন্য।
আমার মুখ দেইখা তোমার লাভ কী?
-তোর মুখ দেখতে আমার ভাল্লাগে।
এত আল্লাদের কথা কইয়ো না।
-এইটা আল্লাদ না।
তয়?
-সত্যকথা।
আরও দেখুনঃ প্যারাডক্সিক্যাল সাজিদ pdf বই
বেডসাইট টেবিল থেকে চশমাটা হাতড়ে হাতড়ে নিলেন মিনু, চোখে নিলেন মিনু, চোখে পরলেন। মুখে হাসি। এখন তোর মুখটা পরিষ্কার দেখতে পাইতাছি।
আলো হাসল। কেমুন দেখতাছো আমার মুখ? সোন্দর না বান্দর?
-সোন্দর।
চালাকি কইরো না।
-কিসের চালাকি?
বান্দর কইলে আমি চেততে পারি এর লেইগা সোন্দর কইলা?
-নারে, তোর মুখটা বহুত সোন্দর। গায়ের রংটা একটু কালা…
আলো কঠিন গলায় বলল, এই বুড়ি খবরদার, কালা কইবা না।
ভুল হইয়া গেছে। কালা না, তুই হইলি শ্যামলা। তয় কালাও খারাপ না।
কেমুন?
-যে হইলো কালো সে হইল জগতের আলো।
ইস আমার নাম লইয়া আবার ছড়া বানছে। ছড়ামড়ার কাম নাই। অহন হা করো, স্যুপ খাও।
আলোর হাতে স্যুপের বাটি, চামচ। সে মিনুর বুক বরাবর তার বিছনায় বসল। সে মিনুর রুমে ঢুকেছিল। ট্রেতে স্যুপের বাটি চামচ ন্যাপকিন এসব নিয়ে। কিচেন থেকে চামচ দিয়ে অবিরাম নড়াচড়া করে স্যুপটা ঠান্ডা করে এনেছে। এই রুমে ঢুকে ট্রে রেখেছে বেডসাইট টেবিলে। ট্রেতে ন্যাপকিন ছিল। ন্যাপকিন মিনুর গলার কাছটায় শিশুকে খাওয়াবার সময় মা যেভাবে ন্যাপকিন বিছিয়ে দেয় গলায় বুকে সেইভাবে বিছিয়ে দিয়েছে। কথার ফাঁকে ফাঁকে কখন এই কাজগুলো করেছে আলো, মিনু কিংবা আলো কেউ তা বুঝতেই পারেনি।
নিচে পরিস্থান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.02 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমদাদুল হক মিলন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন