পরিশোধ pdf বই ডাউনলোড। ঝড়ের সঙ্গে বৃষ্টিও যোগ দিতে এটেল মাটির রাস্তা আরও বিপদসস্কুল হয়ে উঠল। জীপগাড়ির চাকা ষ্টীয়ারিং মানছে না, পিছলে এদিক-ওদিক হয়ে যাচ্ছে। ব্রেক করে ফল নেই, ঝড়ের ধাক্কায় কয়েক ঝোঁক ঠেলে-ঠেলে নিয়ে গেল গাড়ি। এটা বাড়বে, ঝড়-বৃষ্টি যেভাবে বেড়েই চলেছে, এবং তাহলেই দুর্ঘটনা অনিবার্য, খানা-খন্দর, গাছের গুড়ি কোথায়, কিসের ওপর যে ছিটকে পড়বে গাড়ি কিছুই ঠিক নেই।
অন্ধকার রাত হেডলাইট থেকেও না থাকার সমান। তাড়াতাড়ি ইতিকর্তব্য স্থির করে ফেলতে হবে। ফেললও করে প্রশান্ত, গাড়িটাকে তার অদৃষ্টের ওপর ছেড়ে দিয়ে নেমে পড়তে হবে। ব্রেক একটু আলগা করে ঝড়ের সঙ্গে রফা করতে যাচ্ছিল।
আরও বই দেখুনঃ
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- বসন্তে pdf বই ডাউনলোড
- লঘুপাক pdf বই ডাউনলোড
- অপরাহ্ন pdf বই ডাউনলোড
- ভূতের সন্ধানে pdf বই ডাউনলোড
আবার কষে দিয়ে ক্লাচ টিপে গাড়ি একেবারে থামিয়ে স্কেল ব্যাগটা তুলে নিয়েছে ওর ত্বরিত নির্দেশ মতো গোপেশ আর্দালিও উঠে পড়েছে, এমন সময় অনিবার্যটা যেন এসেই পড়ল্। ঝড়ের একটা প্রবলতর ধাক্কায় জীবটা প্রায় ডিগবাজি খাওয়ার মতো হয়ে, একটু সামলে নিয়েই, একটা ঢালু পথ বেয়ে পিছলে ছুটল। মৃত্যুর সঙ্গে মুখোমুখি হয়ে কয়েকটা মুহুর্ত।
গোপেশকে লাফিয়ে পড়তে বলে নিজেও দেবে লাফ, এমন সময় জীপটা হঠাৎ একেবারে নিশ্চল হয়ে দাাঁড়িয়ে পড়ল, একটু কাৎ হয়ে। অন্য সময় যেটা ছিল বিপদ সেটা সম্পদে দাঁড়িয়েছে। রাস্তার মাঝখানেই, একটু ডানদিক ঘেঁসে একটা পাঁকে-ভর্তি খানা। যাওয়অর সময় এটার পাশ কাটিয়ে যেতে হয়েছিল, করেও নিয়েছিল প্রশান্ত, জেলাবোর্ডকে চিঠি দেবে, এখন এটাই বাচিঁয়েছে, মোটরের প্রায় অর্ধেকের কাছাকাছি গিলে ফেলেছে। প্রায় মেসিনের ওপর পর্যন্ত কিন্তু সে পরের ভাবনা পরে।
আপাততঃ একটা আশ্রয় দরকার। পকেট থেকে টর্চ বের করে চারিদিকে আলো ফেলে কোন সন্ধান পাওয়া গেল না, বৃষ্টি ভেদ করে চার-পাচঁ হাতের ওদিকে নজর যায় না। অগত্যা জীপই আ্শ্রয়। তাও টেঁকল না। একটা দমকা হাওয়ায় ওপরের আচ্ছাদনটা ছিঁড়ে খানিকটা উড়িয়েও নিলে গেল। ঠিক এই সময় কড়া একটা বিদ্যুতের ঝলকে কতকটা এই ধরণের একটা দৃশ্য গেল চোখে পড়ে। যদি সম্পূর্ণ বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে পরিশোধ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 13.7 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন