নীল আতঙ্ক pdf বই ডাউনলোড । সকাল দশটা। ঢাকা। ভাদ্রমাসের সকাল। আকাশ নীল। মাঝ আকাশে একটা প্রমাণ সাইজ সাদা মেঘের ভেলা। মৃদুমন্দ বাতাসে অলস গতিতে চলেছে সেটা প্রিয়ার দেশে। কোন তাড়া নেই যেন তার। অখণ্ড অবসর।
প্রকাণ্ড সাততলা স্টেট ব্যা্ঙ্ক বিল্ডিঙ-এর মাথঅয় উঠেছে সূর্য। তারই সোনালী আলো বিছিয়ে পড়েছে মতিঝিলের লম্বা একটানা রাস্তাটার ওপর। দৈনন্দিন কাজে ব্যস্ত-সমস্ত মতিঝিল বাণিজ্যিক এলাকা। এখঅনে অবসর নেই কারও। ছোট বড় নানান রকম রঙ-বেরঙের গাড়ি, ট্যাক্সি, বেবী-ট্যাক্সি, রিকাশা, মোটর বাইক, বাস, ট্রাক ছুটছে প্রাণপণে হয় পুবে নয় পশ্চিমে।চারকে সময় নেই, সময় নেই ভাব। জীবিকার তাড়া।
সাদা একটা ফোক্সওয়াগেন ফিফটিন হানড্রেড এসে থামল চারতলা মির্জা চেম্বারের সামনে। গাড়ি থেকে বেরিয়ে দড়াম করে দরজা বন্ধ করল পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের প্রাক্তন এজেন্ট মাসুদ রানা। কড়া ইস্তিরি দেয় টেট্রনের নীল স্যুট, সাদা শার্ট, লাল সিল্কের টাই-পায়ে কালো অক্সফোর্ড শূ। চোখ থেকে সানগ্লাসটা খুলে এদিক-ওদিক চাইল সে একবার, তারপর দীর্ঘ বলিষ্ঠ পদক্ষেপে ঢুকে পড়ল মির্জা চেম্বারের গেট দিয়ে:
দ্রুত পায়ে উঠে এর রানান দোতলায়। প্রথমেই সারি দিয়ে দেয়ালে টাঙানো লেটার বক্সগুঘেলার মধে।য ‘রানা এজেন্সী’ লেখা বাক্সটা খুলল সে। যা আশা করেছিল, তাই। আজও চিঠি নেই একটাও।
আরও দেখুনঃ শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড শিশুর বুদ্ধি ও স্মরণশক্তি কিভাবে ধারালো করা যাবে pdf বই
করিডর ধরে বাম দিকে এগিয়ে গিয়ে সবশেষের দরজার সামনে দাঁড়াল রানা। খোলা দরজা, ভারী পর্দা ঝুলছে। দরজার মাথায় ছোট্ট একটা সাইন বোর্ড।
রানা এজেন্সী
প্রাইভেট ইনভেস্টিগেটরস
পর্দা সরিয়ে ঘরে ঢুকল রানা। তুমুল বেগে খটাখট খটাখট টাইপ করছিল অনীতা গিলবার্ট, রানাকে দেখে চোখে মুখে একটা হাতশ ভঙ্গি ফুটে উঠল ওর। ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করল সে।
‘ওহ, তুমি। আমি ভেবেছিলাম কোন পার্টি এল বুঝি।’ টাইপ করবার সমস্ত আগ্রহ লোপ পেল অনীথার। হাত গুটিয়ে নিয়ে আরাম কের বসল সে আবার পায়ের ওপর তুলে দিয়ে।
সপ্তাহ দুয়েক হলো ভাড়া নিয়েছে রানা এই অফিস স্যুইট। দুই কামরা বিশিষ্ট এ্ অফিস স্যুইটের প্রথমটা অফিস সেক্রেটারি শ্রীমতী অনীতা গিলবার্টের জন্যে—স্যুইংডোর ঠেলে আরেকটু এগিয়ে গেলে রানার চেম্বার।
নিচে নীল আতঙ্ক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 4.90 MB প্রকাশ সালঃ 1969 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন