নন্দীবাড়ির শাঁখ pdf বই ডাউনলোড । মৃদঙ্গবাবু ঘুম থেকে উঠে চোখ চেয়েই ভারী অবাক হয়ে দেখতে পেলেন, তাঁর পায়ের কাছে খাটের পাশেই একটা ঝাঁকামুটে দাঁড়িয়ে আছে। তার ঝাঁকাতে ঝিঙে, লাউ আর বেগুনও দেখতে পেলেন তিনি। শশব্যস্তে উঠতে গিয়ে তিনি আর-এক দফা অবাক হলেন, কারণ তাঁর খাটের পাশ দিয়েই সাঁ করে একটা সাইকেল টিং টিং করে বেল বাজাতে-বাজাতে চলে গেল।
চারদিকে চেয়ে তিনি হাঁ। এ কী! তিনি যে রাস্তার উপর খাট পেতে শুয়ে আছেন! চারুবাবু থলি হাতে বাজারে যেতে-যেতে তাঁর দিকে চেয়ে বললেন, “আহা, আর-একটু সরিয়ে খাটটা পাতবেন তো, যাতায়াতের যে বড় অসুবিধে হচ্ছে মশাই!”
মৃদঙ্গবাবু ভারী লজ্জিত হলেন। ঘুম ভাঙতে বেশ বেলা হয়েছে তাঁর। চারদিকে ঝলমলে রোদ। রাস্তায় বিস্তর লোক যাতায়াত করছে। তিনি তাড়াতাড়ি নামতে গিয়ে দেখেন, যেদিকে নামবেন সেদিকে পরপর তিনজন। ভিখিরি বসে ভিক্ষে করছে। কী বিপদেই যে পড়া গেল! অন্য দিক দিয়ে নামবার উপায় নেই। সেদিকটায় খাট ঘেঁষে ঘোষেদের দেওয়াল। খাটের গা আর মাথার দিকটায় উঁচু কাঠের নকশা করা রেলিং থাকায় ওদিক দিয়েও নামার সুবিধে নেই।
আরও দেখুনঃ অনুসন্ধান pdf বই ডাউনলোড বটুকবুড়োর চশমা pdf বই ডাউনলোড
বেলা করে ঘুম থেকে উঠেছেন। সদর রাস্তায় খাট পেতে শুয়ে আছেন। লজ্জায়, অস্বস্তিতে তাঁর বড় আকুপাকু হচ্ছিল। এমন সময় উলটো দিকে। রাস্তার ওপার থেকে মহাদেব মোদক তার কচুরি-জিলিপির দোকান থেকে হাঁক দিয়ে বলল, “ও মৃদঙ্গবাবু, গরম-গরম কচুরি আর জিলিপি চলবে? বলুন তো নিয়ে আসি।”
প্রস্তাবটা মন্দ নয়। মৃদঙ্গবাবু বললেন, “তাই আন বাবা, বডড বাঁধনের মধ্যে পড়ে গিয়েছি বাপু।”
ঠিক এই সময় বলাই ঠিকাদারের পেয়াদা পাঁচু হাত নেড়ে নেড়ে একটা ইটবোঝাই লরিকে পিছিয়ে আনতে-আনতে হাঁক দিয়ে বলছিল, “সরে যান, সরে যান, এখনই ট্রাক খালাস হবে।”
ট্রাকটা তার খাটে সামনেই এসে থামল দেখে মৃদঙ্গবাবৃ আঁতকে উঠে বললেন, “করো কী, করো কী হে পাঁচুগোপাল? আমার খাট-বিছানায় ইট ফেলবে নাকি?”
পাঁচু অত্যন্ত অভদ্র গলায় বলে, “তা কী করব বলুন, আমাদের উপর যা হুকুম আছে তাই তো তামিল করতে হবে! আর আপনিই বা কোন আক্কেলে রাস্তাজুড়ে শুয়ে আছেন শুনি!”
নিচে নন্দীবাড়ির শাঁখ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1.16 MB প্রকাশ সালঃ 2017 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন