নন্দিনী
নন্দিনী pdf বই ডাউনলোড। মুক্তি যোগ দেবার পর থেকে স্বরবর্ণ থিয়েটারে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এখন অনেকেই ঠিকমতো ধোয়া কাঁপড়-চোপড় পরে আসে। আগে যেমন মাইনুল গোটা শীতকাল গোসল করে নি।
মাইনুল তরুন কবি। তার গালে এক পশলা দাড়ি, অযত্নে অবহেলায় বেড়ে ওঠা, মাথাভরা রুখো চুল, পরনে একটা জিনসের প্যান্ট, গায়ে একটা শার্টের উপরে জ্যাকেট। রংপুরের শীত খুব বিখ্যাত। তার চেয়ে বিখ্যাত মাইনুলের গোসল না করা। সে যে ঘরে ঢোকে, সে ঘরে পাঁঠার পক্ষেও ঢোকাও মুশকিল। এই রকম বোটকা গন্ধ মাইনুলের গায়ে।
সেদিন সে এসে মানুদাকে বলল, দুই মাস পর গোসল করলাম। রাস্তা দিয়ে রিক্সা চালায়া যাইতেছি, সেনপাড়ার জোড়া পুকুরের মাঝখানে গিয়া যখন দেখলাম দুইটা পুকুর, টলটলা পানি, স্থির থাকতে পারলাম না। রিকশাওয়ালাকে বললাম, খাড়াও তো, তোমার গামছাটা দেও। রিকশাওয়ালা খাড়াইলো, আমি স্ট্রেট পানির মধ্যে নামি গেলাম। আহ্ কি ফ্রেশ লাগতেছে!
আরও দেখুনঃ বিকেল বেলার গল্প pdf বই ডাউনলোড
মানুদা তাকে বললেন, তুমি তো মিয়া ফ্রেশ হলে, ওই পুকুরের কি হলো?
– মানে? পুকুরের কী হইলো মানে?
পুকুরের পানি গোলা হয়ে গেল নাকি গরমে ফুটতে লাগলো? তরুণ কবি মাইনুল মানুদার রসিকতাটা মনে হয় ধরতে পারেন নাই।
এমন যে মাইনুল, সেও এখন দেখা যায়, বিকাল হলেই রিহার্সেলে চলে আসে, এবং তার পরনে ধোয়া কাপড় চোপড়। এটা কেন হলো? কারণ মুক্তি। স্বরবর্ণ থিয়েটারে নতুন মেয়ে এসেছে, তার নাম মুক্তি। মুক্তি এই গ্রুপ থিয়েটারটাতে এক ধরনের মুক্ত বাতাস বইয়ে দিতে পেরেছে।
আজ শুক্রবার। আজ বিকাল তিনটা থেকেই রিহার্সেলের কল। পোনে তিনটার সময় মানুদা সাইকেলে চড়ে হাজির হয়েছেন তাদের থিয়েটারের কার্যালয়ে। শীতের বিকাল টাউন হলের সবুজ মাঠে মানুদার লম্বা ছায়া ফেলল, হলুদ রোদের বিপরীতে। সাইকেলটা তাদের একতলা টিনে ছাওয়া অফিস ঘরে সাদা দেয়ালে হেলান তিয়ে রাখলেন মানুদা।
নিচে নন্দিনী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অন্যদিন বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 7.08 MB প্রকাশ সালঃ 2005 ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন