দ্য সেভেনথ স্ক্রৌল pdf বই ডাউনলোড । মরু থেকে চুপিসারে চলে এলো গোধূলী, সারি সারি বালিয়াড়ি ঢাকা পড়ে গেল রক্ত-বেগুনি ছায়ায়। যেনো মোটা একটা মখমলের চাদরে চাপা পড়লো সমস্ত শব্দ। আর তাই কোমল প্রশান্তি আর মৌন নিস্তব্ধতার ভে।তর বিষণ্ণ সন্ধ্যে ঘনালো।
বালিয়াড়ির চূড়ায়, যেখানে ওরা দাঁড়িয়ে আছে, সেখানে থেকে মরুদ্যান আর মরুদ্যানকে ঘিরে থাকা ছোট্ট গ্রামটা পরিষ্কার দেখা যায়। প্রতিটি বাড়ির শাদা ছাদগুলো সমতল। গায়ে গায়ে প্রচুর খেজুর গাছ, মুসলামানদের মসজিদ আর কপটিক খ্রিষ্টানদের গির্জাগুলো শুধু ওগুলোর চেয়ে বেশি উঁচু। ধর্মীয় বিশ্বাসের দুই স্তম্ভ লেকের দু ধারে পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে আছে।
হ্রদের পানি গাঢ় হচ্ছে, দ্রুত ডানা ঝাপটানো শব্দ তুলে এক ঝাঁক হাঁস, মলখাগড়া ঢাকা পাড়ের কাছাকাছি নামতে ছলকে উঠে জল।
বড়ো বিপরীতে একটা জোড়া ওরা। ভদ্রলোক লম্বা, একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে; অস্তগামী সূর্যেরশেষ আলো খেলা করছে রুপালি চুলে। তরুণী মেয়েটার বয়স কম, ত্রিশের কোঠায় হবে, ছিপছিপে, প্রাণচঞ্চল। ঘন, কোঁকড়া কালো চুলগুলো ঘাড়ের পেছনে এক করে বাঁধা।
আরও দেখুনঃ প্রেমের গল্প pdf বই ডাউনলোড ব্যবহারিক গণিত pdf বই ডাউনলোড
‘চলো, ফিরে যাই, আলেয়া আমাদের অপেক্ষায় বসে আছে,’ তরুণীর দিকে তাকিয়ে সস্নেহে হাসলেন ভদ্রলোক। তাঁর প্রথম স্ত্রী বিগত হওয়ার পর একে বিয়ে করেছেন তিনি। জীবনের সমস্ত সুখ, আনন্দ যেনো ফিরিয়ে এনেছে ও। নিজের জীবন, কাজ সবকিছু নিয়ে দারুণ সন্তুষ্ট একজন মানুষ অধ্যাপক ডুরেঈদ।
তার কাছ থেকে হটাৎ করেই সরে গেল তরুণী। চুরের ফিতে খুলে দিয়ে বালিয়াড়ির ঢাল ধরে ছুটলো, খিলখিল শব্দে হাসছে। খানিক দূর নামার পরই তাল হারিয়ে ফেললো সে, পড়ে গেল ঢালু পথের উপর। ওর পড়নের লম্বা পোশাক উপরে উঠে যেতে দৃশ্যমান হলো একজোড়া সুগঠিত বাদামি উরু।
বালিয়াড়ির মাথা থেকে হাসিমুখে তাকিয়ে রইলেন ডুরেঈদ। মাঝে-মধ্যে একেবারে শিশুদের মতো আচরণ করে মেয়েটা। অন্যান্য সময়ে শান্ত, সৌম্য একজন তরুণী সে। ডুরেঈদ এখনো নিশ্চিত নন, ওর কোন ধরণের আচরণ তিনি বেশি ভালোবাসেন। গড়িয়ে একবারে বালিয়াড়ির নিচে গিয়ে থামলো মেয়েটা।
নিচে দ্য সেভেনথ স্ক্রৌল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রোদেলা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার বইয়ের সাইজঃ 12.3 MB প্রকাশ সালঃ 2010 ইং বইয়ের লেখকঃ উইলবার স্মিথ অনুবাদঃ মখদুম আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন