দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং pdf বই ডাউনলোড । দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং বই টি আপনাদের জন্য কি করতে পারে? এই বইটিতে জীবনে চলার পথে প্রয়োজনীয় কৌশলাদির সংকেত সম্বন্ধে লিখা হয়েছে এবং এর সাথে আরো অনেক উদাহরণ তুলে ধরা হয়েছে।
যে সব প্রমাণ করে যে, আপনাদের কারো কোনভাবেই কোন কিছু দ্বারা পরাজিত হওয়া ঠিক নয় যাতে আপনি আরো অধিকতরভাবে মনের শান্তি পেতে পারেন, স্বাস্থ্যের উন্নতি করতে পারেন। ধরে রাখতে পারেন বিরামহীন শক্তিধারাকে অর্নিবার। এই বইটিতে সেই পথ নির্দেশনা দেয়া হয়েছে।
সংক্ষেপে বলতে গেলে, আমার বিই এটাই বলতে চেয়েছে আপনার জীবন কিভাবে আনন্দে এবং আত্মতৃপ্তিতে পরিপূর্ণ হতে পারে। আর এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই কারণ আমি অসংখ্য পাঠক এবং অনুশীনকারীকে পর্যবেক্ষণ করে দেখেছি। যারা এ সহজ সরল বিষয়গুলোকে প্রয়োগ করে তাদের জীবনে পূর্বে উল্লেখিত যে অর্জনগুলোর কথা আমি বলেছি সেগুলো তারা তাদের জীবনে অর্জন করেছেন।
এটাই নিশ্চয় বলা হতে পারে যে একে অযৌক্তিক বলে মনে হচ্ছে কিন্তু মানুষের সত্যিকার লব্ধ অভিজ্ঞতায় বইটি যে খাঁটি কিছুর উপর নির্ভরশীল তা যথাযথভাবে প্রমাণিত হয়েছে।
আরও দেখুনঃ দৌজ ইন পেরাল pdf বই ডাউনলোড দ্য ওয়ান মিনিট ম্যানেজার pdf বই ডাউনলোড
সব মিলিয়ে এটিতো সত্যি যে জীবনের নিত্য দিনের হরেক সমস্যায় অজস্র মানুষ পরাজিত হচ্ছে। তারা অবিরাম সংগ্রাম করছে, সংগ্রাম নিষ্ফল হবার জন্য অবিরত ঘ্যান ঘ্যান করছে। রাগে বিরক্তি প্রকাশ করছে যে, এত করেও জীবন শুধু তাদের দিয়েছে এক বাজে ভাঙ্গা চোরা নিয়তি। বাধাগ্রস্থ করেছে তাদের সৌভাগ্যের পথ।
একদিক থেকে বলতে গেলে জীবনে এমন বিষয় থাকতেই পারে যেমনটি এসেছে অবাঞ্চিত বাধা কিন্তু িএমন এক আত্মশক্তি এবং উপায়ও আছে। যা দিয়ে আমরা বাধাকে নিয়ন্ত্রিত এবং এমনকি মনের জোর ও প্রতিজ্ঞা শক্তিতে তাকে সীমাবদ্ধ করে দিতে পারি। এটা খুবই দুঃখজনক যে, মানুষ তাদের নানাবিধ সমস্যা উদ্বিগ্নতা এবং কষ্ট কাঠিন্য দ্বারা পরাজিত হয়ে নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে তুলে।
একথা বলে আমি অবশ্যই এ দুনিয়ার মানুষের কষ্ট ও দুঃখ দুর্দশার কথা অস্বীকার বা সে সব কমিয়ে আনার কথা বলছি না। আবার এ ও চাচ্ছিনা যে ঐসব বৈরীতাগুলো মানুষের উপর তাদের রাজত্ব কায়েম করুক।
নিচে দ্য পাওয়ার অব্ পজিটিভ থিংকিং pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুক্তদেশ প্রকাশন বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 12.2 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ নরম্যান ভিনসেন্ট পিল অনুবাদঃ লিউনার্ড স্বপন গোমেজ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now