দ্য দা ভিঞ্চি কোড pdf বই ডাউনলোড । স্বনামখ্যাত কিউরেটর জ্যাক সনিয়ে মিউজিয়ামের গ্রান্ড গ্যালারির তোরণ শোভিত পথ ধ‘রে টলতে টলতে ছুটতে লাগলেন। সবচাইতে সামনের চিত্রকর্মটির দিকে তিনি ঝাঁপিয়ে পড়লেন, সেটা ছিলো কারাভাজ্জিও‘র। ছিয়াত্তর বছরের বৃদ্ধলোকটি ছবিটির কাঠের ফ্রেম দু‘হাতে আঁকড়ে ধ‘রে দেয়াল থেকে খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে দু‘পায়ের ফাঁকে নিযে ছবিটাসহ মাটিতে লুটিয়ে পড়লেন।
কিচু বুঝে ওঠার আগেই কাছরে একটা ভারি লোহার গেট বিকট শব্দে পড়ে গেলে ঘরটা থেকে প্রবেশদ্বারের পথাটা বন্ধ হয়ে গেলো। দূরে, একটা এলার্ম বাজতে শুরু করলে নক্সা করা কাঠের পাটাতনটা কেঁপে উঠলো।
কিউরেটর মাটিতে শুইয়ে বুক ভ‘রে নিশ্বাস নিয়ে নিলেন। আমি এখনও বেঁচে আছি । ক্যানভাসে রনিচে হামাগুড়ি দিয়ে লুকানোর জন্য একটা জায়গা খুঁজতে লাগলেন তিনি।
খুব কাছ থেকে একটা কন্ঠ বললো, “নড়বেন না”। কিউরেটরের হাত-পা বরফের মতো জমে গেলো। আস্তে আস্তে ঘুরে তাকালেন তিনি।
মাত্র পনেরো ফুট দূরে, বন্ধ হওয়া গৃলের দরজার ওপাশ থেকে বিশাল আকৃতির শক্ত-সামর্থ্যের আক্রমণকারী লোহার গৃলের ভেতর দিযে তাঁর দিকে তাকিয়ে আছে।
আরও দেখুনঃ কাদ্যুসেয়াস pdf বই ডাউনলোড আদর্শ হিন্দু হোটেল pdf বই ডাউনলোড
সে লম্বা চওড়া, ফ্যাকাশে চামড়া আর সাদা পাতলা চুলের। তার চোখের মণি গোলাপী, গভীর লাল ফুটকি যুক্ত। শ্বেতি লোকটা কোটের পকেট থেকে একটা পিস্তল বের করে গৃলের ভেতর দিয়ে কিউরেটরের দিকে সরাসরি তাক করলো। “দৌড়াবেন না।” তার উচ্চারণ শনাক্ত করা খুব সহজ না। “এখন বলেন সেটা কোথায়।”
“আমি তো তোমাকে বলেছিই,” কিউরেটর আত্মরক্ষার কোন চেষ্টা না করেই হাটুর ওপর ভর দিয়ে গ্যালারির ফ্লোরের ওপর একটু উঠে দাঁড়ালেন। “তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না!”
“মিথ্যে বলেছেণ,” লোকটা তাঁর দিকে তাকিয়ে আছে, একদম নড়ছে না, শুধু তার চক্ চকে ভুতুরে চোখ দুটো বাদে। “আপনি এবং আপনার ভায়েদের কাছে এমন কিছু আছে যেটা আপনাদের নয়।”
কিউরেটর চমকে গেলেন। তাঁর শিড়দাড়া বেয়ে শীতল একটা অনুভূতি বয়ে গেলো। এটা সে কিভাবে জানলো?
আজ রাতে ন্যায্য ও বৈধ্য অভিভাবকেরা পুনস্থাপিত হবে। এখন আমাকে বলূন সেটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। বললে বেঁচে যাবেন।
নিচে দ্য দা ভিঞ্চি কোড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 17.3 MB প্রকাশ সালঃ 2005 ইং বইয়ের লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন