দ্য ওয়ান মিনিট ম্যানেজার pdf বই ডাউনলোড । ওয়ান মিনিট ম্যানেজার বইটি প্রকাশিত হওয়ার পর থেকে পৃথিবী অনেকটাই বদলে গেছে। আজ প্রতিষ্ঠানগুলোকে আরও দ্রুততার সাথে কাজ করতে হয়, আরও অনেক অল্প পুঁজি নিয়ে পাল্লা দিতে হয় প্রযুক্তির পরিবর্তন আর বিশ্বায়নের সঙ্গে।
নতুন এই বিশ্বে আপনাকে নেতৃত্বে, শৃঙ্খলায় এবং সফলতায় সহায়তা করতে আমরা আনন্দের সঙ্গে নিয়ে এসেছি, “দ্য নিউ ওয়ান মিনিট ম্যানেজার।”
যেহেতু আগের বইটা (এখন যেটা ক্লাসিকের মর্যাদা পেয়েছে) একই মূলনীতির ওপর ভিত্তি করে লেখা হয়েছিল সেই বই, এই বইয়ে গল্পের অনেকটাই অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পৃথিবীর পরিবর্তনের সঙ্গে ওয়ান মিনিট ম্যানেজার ও পাল্টে গেছেন। তিনি এখন নতুন আর আরও বেশি সহযোগীতাপূর্ণ পথে নেতৃত্ব দিচ্ছেন। মানুষকে উৎসাহিত করে যাচ্ছেন।
শুরুতে যখন তিনি তাঁর তিন গোপন তত্ত্ব শেখান। ওপর থেকে অধনস্তদের নির্দেশ দেওয়ার ব্যাপারটা জীবন যাপনের এক উপায় ছিল কেবল। আজকের যুগে কার্যকরী নেতৃত্ব হলো পাশাপাশি থেকে কাজ করার সম্পর্ক। নতুন ওয়ান মিনিট ম্যানেজার এর জীবনে এর প্রতিফলন আপনারা অতিসত্বরই দেখতে পাবেন।
আরও দেখুনঃ হাকলবেরি ফিন এর দুঃসাহসিক অভিযান pdf বই দ্য অ্যালকেমিস্টস সিক্রেট pdf বই ডাউনলোড
এখন মানুষ চায় তাদের চাকরি এবং জীবনে আরও একটু পরিপূর্ণতা। ওরা চায় নিবিড়ভাবে কাজ করতে, অর্থপূর্ণ অবদান রাখতে। চাকরির ক্ষেত্রের সময়টা বিনিয়োগ করে জীবনের অন্যান্য অর্জন কেনার চেষ্টা করার মতো মানুষ কমে এসেছে।
নতুন ওয়ান মিনিট ম্যানেজার ব্যাপারটা বোঝেন, সেভাবেই অধীনস্তদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। কারণ তিনি জানেন এই মানুষগুলোই প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে মূল কারিগর। প্রতিভাবানদের আকর্ষণ করা যেমন জরুরি, তেমনিই দরকার তাদের ধরে রাখা। এটার গুরুত্ব আর সবকিছুর ওপরে।
তবে, আসল ব্যাপারটা হলো তিনি কীভাবে তার নতুন এই তত্ত্ব প্রয়োগ করছেন। প্রাচীন মনিষী কনফুসিয়াস বলেছিলেন, “ধারণ করার পর, অর্জিত জ্ঞান ব্যবহার করাই জ্ঞানার্জনের সার্থকতা। ”
আমাদের বিশ্বাস, দ্য ওয়ান মিনিট ম্যানেজার বইটি থেকে শেখা তিনটি তত্ত্ব আপনারা এই পরিবর্তনশীল পৃথিবীতে ব্যবহার করে সফলতার দেখা পাবেন।
নিচে দ্য ওয়ান মিনিট ম্যানেজার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নালন্দা বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 10.2 MB প্রকাশ সালঃ 2019 ইং বইয়ের লেখকঃ কেন ব্লানচার্ড অনুবাদঃ কে.পি. ইমন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now