দ্বিতীয় আততায়ী pdf বই ডাউনলোড। খুট খুট শব্দ। রীনার ঘুম খুব সজাগ। কান পেতে রইল আবার শোনার জন্য। ঘরের দুটো জানালাই খোলা বাইরের দালানে রতন ঘুমাচ্ছে। সম্ভবত রান্নাঘরে বেড়াল ঢুকেছে। শব্দটা আবার হল। রীনার মনে হল বোধহয় ওপারের গৌতম বাবু। ফেরেন অনেক রাত। খবরের কাগজের রিপোর্টার। কিছুক্ষন আগে অফিসের গাড়ি ওকে নামিয়ে দিয়ে গেলে গলির মুখে। তন্দ্রার ঘোরেও রীরা তা টের পেয়েছিল। লোকটির নানান বাতিক, হয়ত জুতোর তলা চেঁছে গোড়ালি ঢুকছে।
আবার শব্দ এবার একটু জোরেই। রীনার ধড়মুড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাড়াঁলো। খুট-খুটুনিটা উপরে নয়, রান্না ঘরেও নয়, পাশের ছোট ঘরটাতেই যেন। ও ঘরটায় আছে ভাঙা তোরঙ্গ, বেতের ঝুড়ি, ছেঁড়া লেপ, শিশি-বোতল, মাদুর পুরোনো, জুতো আর যত রাজ্যোার পুরোনো পত্র-পত্রিকা দরজায় শিকল দেয়া থাকে।
আরও বই দেখুনঃ
- হিমুর দ্বিতীয় প্রহর pdf বই ডাউনলোড
- কলনবিলাস pdf বই ডাউনলোড
- চক্ষে আমার তৃষ্ণা pdf বই ডাউনলোড
- দ্বিতীয় মানব pdf বই ডাউনলোড
- বাদল দিনের দ্বিতীয় কদম ফুল pdf বই ডাউনলোড
দরজাটা একই ঘরের মধ্যেই রীনা ভয় পেল। প্লানে সে আ রতন। হয়ত চোর ঢুকেছে কিংবা ঢোকার চেষ্টা করছে। গৃহস্থ সজাগ- এই ইঙ্গিতটুকু দিলে তোর নিশ্চয় পালাবে। রীনা গলা খাঁকাল। খুট খুট শব্দটা হলেই থাকায় ভাবল চোর নয়। রীনা ঘরের আলো জ্বালাল।
চোখ পড়ল টেবলে। টেবিলটা ছোট ঘরের দরজার লাগোয়া। ফুলদানিটা কিনারে সরে রয়েছে। দরজাটা খুলবে কি খুলবে না ভাবতে ভাবতে সে টেবিলের মাখানে ফুলদানিটা সরিয়ে রাখল। রতনকে তুলে এনে এক সঙ্গে ঢোকা উচিত। দিনকাল যা পড়েছে। রতন বুড়ো মানুষ, তবুও যদি দাড়িয়ে থাকে অনেক ভরসা পাওয়া যাবে। গত পাচঁদিন হল রাহুল বাড়ি নেই।
বাড়ির কেউই জানে না কখনো তার স্বামী পাচঁদিন নিরুদ্দেশ। অকাতরে ঘুমোচ্ছে রতন। দাড়ি কামায় সাতদিন অন্তর । মুখটা হাঁ হয়ে রয়েছে। সামনের দুটো দাতঁ নেই। হাত দুটো অসহায়ের মতো পাশে ছড়ান। মায়া হল রীনার। হয়ত দেখা যাবে ইঁদুল লাফালাফি করছিল। দরকার নেই বুড়ো মানুষটার ঘুম ভাঙিয়ে । রীনা ফিরে এল। আলো নিভিয়ে খাটে শুতে যাচ্ছে, তখণ আবার শব্দ।
কেউ যেন ডাকছে, শব্দটা চাপা হলেও, বাড়ির সদরে আগন্তুকরা এইভাবেই টোকা দেয়। কিন্তু ও ঘরের জানালায় তো মানুষ আসার কোন উপায় নেই। এক, যদি পাইপ বেয়ে গলি দিয়ে কেউ উঠে আসে। কেউ আসবে? চোর! তা হলে ডাকবার মত সুর তুলে টোকা দেবে কেন? তা হলে ? ভাবতে গিয়ে রীনার হাত-পাত জমে যাবার মত অবস্থা হল এই গরমেও।
নিচে দ্বিতীয় আততায়ী এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মতী নন্দী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন