দগ্ধ দিনের গল্প pdf বই ডাউনলোড । আপনার হাইট ছ’ ফুটের কাছাকাছি। বোধ হয় এক কোয়ার্টার ইঞ্চি কম, তাই তো?
আপনাদের সোর্স অব ইনফর্মেশন খুব পাকা।
হ্যাঁ।
কিন্তু কলকাতার পুলিশের কিন্তু সুনাম নেই। পুলিশ কখনও সুনাম পায় কি? ওসব কথা থাক। আপাতত আপনি একজন ট্রেলার মালিক। ক’টা ট্রেলার আপনার?
চারটে। ও বাবা! গ্রেট ইনভেস্টমেন্ট! জীবনটা কিভাবে শুরু হয়েছিল?
লেখাপড়া তেমন কিছু নেই। মাধ্যমিক টপকে গিয়েছিলাম। বরাবর সার্কাসের খেলোয়াড় হওয়ার নেশা ছিল।
হ্যাঁ, সেসব আমরা জানি। সার্কাস ছেড়ে আপনি তারপর বোম্বের ফিল্মে স্টান্টম্যানের কাজও করেছেন। কি রকম স্টান্টম্যান?
আমি মোটরবাইক চালানোয় এক্সপার্ট ছিলাম। সেটাই কাজে লেগে যায়। আর উঁচু বাড়ির এক ছাদ থেকে অন্য ছাদে লাফানো। লাইফ রিস্ক ছিল বটে, তবে পেটেরও তো বড় দায়।
হ্যাঁ, পেটের দায়ে লোককে অনেক কিছুই করতে হয়। খুন-খারাপিও। তাই না?
দাশগুপ্ত সাহেব, আপনি কি পুলিশের স্টেটমেন্ট বিশ্বাস করেন?
না। আবার অবিশ্বাসও করি না। আমি সত্যে পৌছাতে চাই।
আমার বায়োডাটা কে তৈরি করেছে বলবেন?
পুলিশ।
তার কি কোনও প্রয়োজন ছিল?
ছিল।
আমি কিন্তু ক্রিমিন্যাল নই। সেটা তদন্তের পর জানা যাবে। আপনি বোম্বে থেকে পাড়ি দিয়েছিলেন আমেরিকা এবং সেটা আইনকে ফাকি দিয়ে! তাই না?
আইনকে ফাকি দিয়ে নয়। আমি বোম্বেতে থাকার সময় একটা জাহাজের চাকরি পেয়ে যাই। খালাসির কাজ। সেটা আইনসম্মতই ছিল।
আরও দেখুনঃ বাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড ডাকাতের ভাইপো pdf বই ডাউনলোড
কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে যখন জাহাজটা প্রায় বছরখানেক পরে ভিড়েছিল তখন বোধ হয় খুব আইনসম্মত পদ্ধতিতে আপনি জাহাজ থেকে পালাননি।
সেটা বৈধ ছিল না বটে। আই ওয়াজ এ ডেজার্টার। আমার বহুকালের ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে সেটল করব।
আপনি আমেরিকায় বেশি কিছুদিন বড় বড় ট্রাক চালাতেন। তাই না?
হ্যাঁ, আমেরিকায় গিয়ে কিছুদিদন গা-ঢাকা দিয়ে থাকতে হয়েছিল। তখন খুব কষ্ট গেছে। নানারকম উঞ্ছবৃত্তি করতে হয়েছিল। শেসে একটা গ্যারাজে জুটে গিয়েছিলাম হেলপার হিসেবে। সেখানেই ওইসব সুপার ট্রাক চালানো শিখে যাই।
অ্যামনেস্টির সুবাদের আপনি মার্কিন নাগরিকত্বও পেয়ে গিয়েছিলেন, তাই না?
হ্যাঁ, আমার জীবন খুব বিচিত্র।
নিচে দগ্ধ দিনের গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন