Friday, October 17, 2025
Homeউপন্যাসতিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড

তিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড

তিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড । মেজাজ খারাপ করার মত পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে ।জাফর সাহেবের প্রেসারের সমস্যা আছে ।

মেজাজ খারাপ হলে প্রেসার দ্রুত ওঠা-নামা করে । চট করে মথা ধরে যায় । ঘাড় ব্যাথা করতে থাকে এবং মুখে থুতু জমতে থাকে – এর কোনটিই ভাল লক্ষণ নয় ।

পঞ্চাশ পার হবার পর লক্ষণ বিচার করে চলতে হয় । তাঁর বয়স পাঁচপঞ্চাশ । তিনি লক্ষণ বিচার করে চলার মনে প্রাণে চেষ্টা করেন । চেষ্টা করেন কিছুতেই যেন মেজাজ না বিগড়ে যায় । এটা প্রায় কখনোই সম্ভব হয় না ।

অফিস থেকে ফেরার পথে তিনটা ঘটনা ঘটল মেজাজ খারাপ করার মতো । ইলেকট্রিসিটি না থাকায় লিফট বন্ধ ছিল । আটতলা পর্যন্ত হেঁটে উঠার পর কারেন্ট চলে্ এল । লিফট ওঠা নামা শুরু করল ।

পত্রিকা চেয়েছিলেন , সকাল বেলা তাড়াহুড়ায় ভালমত পড়া হয়নি । তাঁকে ভেতরের একটা পাতা দেয়া হল , বাইরের পাতাটা না—কি পাওয়া যাচ্ছে না ।

আরও দেখুনঃ
তোমাকে pdf বই ডাউনলোড
তোমাদের জন্যে ভালোবাসা pdf বই

এক কাপ চা চাইলেন, তিথি এক কাপ চা দিয়ে গেল । চুমুক দিতে গিয়ে দেখেন সর ভাসছে । তিনি বললেন, সর ভাসছে কেন? তিথি বলল , সর চায়ের চেয়ে হালকা বলেই ভাসছে । যদি ভারী হত তাহলে ডুবে যেত । বলেই সে হেসে ফেলল । জাফর সাহেব গম্ভীর গলায় বললেন , রসিকতা করছিস কেন?

’রসিকতা করছি না বাবা । একটা বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করলাম ।’

কঠিন ধমক দিতে গিয়েও জাফর সাহেব নিজেকে সামলে নিলেন । মেজাক ঠিক রাখতে হবে ।কিছুতেই মেজাজ খারাপ হতে দেয়া যাবে না । মেজাজের জন্যে শুধু তাঁর নিজেরই যে সমস্যা হচ্ছে তাই না , পারিবারিক সমস্যাও হচ্ছে ।

গত চারদিন ধরে এই ফ্ল্যাট বাড়িতে শুধু তিথি এবং তিনি আছেন । তাঁর স্ত্রী শায়লা ছোট দুই মেয়ে ইরা , মীরাকে নিয়ে পল্লবীতে তাঁর মায়ের বাসায় চলে গেছেন । যাবার আগে কঠিন গলায় বলেছেন , তুমি তোমার মেজাজ নিয়ে থাক । আমি চললাম ।

নিচে তিথির নীল তোয়ালে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

তিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 8.26 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site