তারানাথ তান্ত্রিক pdf বই ডাউনলোড। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ একপশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে। জোলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি কি করি ভাব হয়। দু-একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম।
এখন সেগুলো উলটে-পালটে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না: সাত বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুকের দিন সম্বন্ধে বিমর্ষ ভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়া নড়ে উঠল।
আরও বই দেখুনঃ
- অঙ্ক ভাইয়া pdf বই ডাউনলোড
- ছায়াসঙ্গী pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- হাতকাটা তান্ত্রিক pdf বই ডাউনলোড
- আমাদের শাদা বাড়ি pdf বই ডাউনলোড
উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পাম্পশু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষিার দিকে বাড়ি বসে করছ কি? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুবই ভাল হয়েছে তুমি এসেছো। একেবারে মিয়োনো দিন, না? কিশোরী বললে, আর বসে কাজ নেই। একটা জামাটামা যাহোক কিছু গলিয়ে নাও। চল, তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দুএকটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে।
তারানাথের কাথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগল। বললুম বসো, দুটিতা বদলে নিই। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই। মাসের শেষ, সেই আট পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেটেঁ মেরে দিই চল। একইটুকু তো পথ কিশোরীরও মাসের শেষ। আট পয়সার পাশিং শো কিনে হাটঁতে হাটঁতে দুজনে মট লেনে তারানাথের বাড়ি হাজির হলুম।
দুজনা খুললে তারানাথের মেয়ে চারি। আমাদের দেখেই বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? রোজ-রোজই আপনি ভুলে যান। আজ ভুলিনি। আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসিমুখে বাড়ির ভেতরে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকি- খবের পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এল। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি।
নিচে তারানাথ তান্ত্রিক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 5.58 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | তারাদাস বন্দ্যোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন