Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই ডাউনলোড

ড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই ডাউনলোড

ড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই ডাউনলোড । মিউনিখ ছেড়েছিলাম পয়লা মে, রাত আটটা পঁয়ত্রিশে। সারারাত একটানা চলেও পরদিন ভোরে ভিয়েনায় পৌঁছে দেখা গেল একঘন্টা লেট করে ফেলেছে ট্রেন। আবার একটানা চলা। ট্রেনের কামরা থেকে একনজর দেখে অপূর্ব লাগল বুদাপেষ্ট। দানিয়ুব নদীর ওপর তুরস্কীয় কায়দায় গড়া পাশ্চাত্যের সবচে’ সুরম্য চওড়া ব্রিজটা পেরুবার সময়ই টের পেলাম।

পশ্চিম ইউরোপ চেড়ে পুবের দিকে পাড়ি জমিয়েছি আমরা। বুদাপেষ্টে নেমে খানিকক্ষণ ঘুরেফিরে দেখলাম শহরটা। স্টেশন ছেড়ে বেশিদূর যেতে সাহস পেলাম না। কি জানি যদি ট্রেনটা আবার আমাকে ফেলে রেখেই চলে যায়। স্টেশনে ফিরে দেখলাম ট্রেন ছাড়ে ছাড়ে। আর কয়েক মিনিট দেরি হলেই মিস করতাম ট্রেন।

যথাসময়েই অর্থাৎ সন্ধের পরপরই ক্লসেনবার্গে পৌঁছে গেল ট্রেন। রাত কাটাবার জন্যে স্টেশনের কাছেই একটা হোটেলে উঠলাম। কার্পেথিয়ানদের জাতীয় খাদ্য প্যাপরিকা – সাংঘাতিক ঝাল দেয়া মুরগীর মাংস দিয়ে রাতের খাওয়া সেরেই শুয়ে পড়লাম। তুলতুলে নরম পালকের বিছানায় শুয়েও কিন্তু ঘুম এল না।

আরও দেখুনঃ
মিসির আলি অমনিবাস ৩ pdf বই ডাউনলোড
আমার স্বাস্থ্য আমার সত্তা pdf বই ডাউনলোড

গত কয়েকদিনের কথা একসঙ্গে এসে ভিড় জমাল মনে। একটা বিশেষ কাজে কার্পেথিয়ান পর্বতমালার ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত ইউরোপের সবচেয়ে অখ্যাত আর দুর্গম এক জায়গায় চলেছি আমি। লণ্ডন ছাড়ার আগেই ব্রিটিশ মিউজিয়ামে খুঁজেপেতে এ পর্যন্ত ট্রানসিলভেনিয়া সম্পর্কে যে সমস্ত বই বা মানচিত্র বেরিয়েছে তা জোগাড় করার চেষ্টা করেছিলাম।

কিন্তু তেমন কিছু পাই নি। দেশটা সম্পর্কে বাইরের লোকে বিশেষ কিছু জানে না দেখে একটু অবাকই হয়েছিলাম। অনেক খোঁজ-খবর করে শুধু এটুকুই জানতে পেরেছিলাম, কাউন্ট ড্রাকুলার দুর্গ। অর্থাৎ যেখানে চলেছি আমি, সে-জায়গাটা ট্রানসিলভেনিয়ার একেবারে পুব প্রান্তেশ কোন মানচিত্র বা বইপত্রের কোথাও কাউন্ট ড্রাকুলার দুর্গের কোন উল্লেখই নেই। দু’একজন প্রাচীন লোকের মুখে জায়গাটার শুধু নামটা শুনেছি আমি।

ক্লসেনবার্গে পৌঁছে দেখলাম কাউন্ট ড্রাকুলার পূর্বপুরুষদের আমলে প্রতিষ্ঠিত শহর বিসট্রিজ এখানকার লোকদের বেশ পরিচিত। কিন্তু কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কেউ কিছু বলতে চায় না, কেন বুঝলাম না।

নিচে ড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ড্রাকুলা ১ম ২য় খন্ড pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার
বইয়ের সাইজঃ 7.39 MB
প্রকাশ সালঃ 1993 ইং
বইয়ের লেখকঃ ব্রাম স্টোকার
অনুবাদঃ রাকিব হাসান

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

[WP-Coder id=”1

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site