টম সয়ারের দুঃসাহসিক অভিযান pdf বই ডাউনলোড । এই বইয়ে তোমরা যাদের মুখোমুখি হবে বা বইটি চরিত্রগুলি হল –
টমঃ দুরন্ত এক কিশোর যার মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি খেলা করে। নিজের মাথা ব্যথার ঔষধ সে বিড়ালকে খাইয়ে দেয়। দুঃসাহসের কাজ করতে একটুও পিছপা হয় না। তার বুদ্ধি আর কৌশলের কাছে হেরে যায় ইনজুন জো’র মতো ভয়ঙ্কর খুনীরা।
বেকিঃ টমের বান্ধবী ও সহপাঠিনী। এক কথায় টম যার জন্যে পাগল। বিচারপতি জেফ থ্যাচারের শান্তশিষ্ট মেয়ে। অপরূপা সুন্দরী ও দারুন অহঙ্কারী।
হাকঃ টমের সহযাত্রী। বেপরোয় আর মূর্খ এক কিশোর । বাবা মাতাল। টমের দুঃসাহসী অভিযানে সব সময়ের সঙ্গী।
পলিখালাঃ টমের খালা। অসীম ধৈর্যের অধিকারী এই মহিলা টমের নানা অত্যাচার সহ্য করেন। টম ছোটবেলা থেকে এঁর কাছেই মানুষ হয়েছে।
সিডঃ টমের খালাত ভাই। টমের দোষত্রুটি খুঁজে সেগুলোকে ঠিকঠাক নালিশ আকারে পলিখালার কাছে পৌঁছে দেওয়াই তার প্রধান কাজ।
ইনজুন জোঃ ভয়ঙ্কর এক খুনী। তরুণ ডাক্তার রবিনসনকে কবরস্থানে ডেকে নিয়ে সামান্য কিছু টাকার জন্যে নৃশংসভাবে খুন করে। আর এ খুনের একমাত্র সাক্ষী টম।
মাফ পটারঃ ইনজুন জো’র মিথ্যে সাক্ষ্যে জেল খাটতে হয়। খুন না করেও ডাক্তার রবিনসন খুনের শাস্তিটা জোটে তার ভাগ্যে।
এমিঃ বেকির বন্ধু। টমের ছবি আাঁকার খাতায় কালি ঢেলে দিয়ে শিক্ষকের মার খাওয়াতে চায়। বেকির সাথে ওকে দেখে মাথায় রক্ত চাপে টমের।
জেফ থ্যাচারঃ বিচারপতি। বেকির বাবা।
মিসেস ডগলাসঃ মূর্খ হাককে লেখাপড়া শিখিয়ে ভদ্র পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দানকারী বিধবা ভদ্রমহিলা।
আরও দেখুনঃ জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল pdf বই ডাউনলোড ডেজার্ট গড pdf বই ডাউনলোড
টম সয়ার এর দুঃসাহসিক অভিযান এ টম সয়ার এক বিস্ময়কর বালক। নানাসব উদ্ভট চিন্তা তার মাথায় ঘুরে বেড়ায় সব সময়। ছোটবেলা থেকেই মানুষ হয়েছে পলিখালার কাছে। পলিখালার অন্তরে তার জন্যে স্নেহ মমতার শেষ নেই। কিন্তু যে ছেলে নিজের পেইনকিলার বিড়ালকে খাইয়ে দেয় তাকে নিয়ে যন্ত্রণার কী আর শেষ থাকে? স্কুল কামাই করা আর পড়াশোনায় ফাঁকি দিয়ে কী করে বন্ধুদের নিয়ে অভিযানে বের হওয়া যায় সেই চিন্তা মাথায় ঘুরে তার সবসময়। এর মধ্যে পরিচয় হয় বেকির সাথে।
নিচে টম সয়ারের দুঃসাহসিক অভিযান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ এডভেঞ্চার বইয়ের সাইজঃ 6.99 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মার্ক টোয়েন অনুবাদঃ অনীশ দাস অপু
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now