ছোটদের জ্যামিতি pdf বই ডাউনলোড । জ্যামিতির সংজ্ঞাঃ জ্যামিতির অর্থ – জ্যামিতি গণিত শাস্ত্রের একটি শাখা। জ্যামিতি শব্দের উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ ‘জ্যা’ আর ‘মিতি’ থেকে। ‘জ্যা’ অর্থ ভূমি বা পৃথিবী বা জমি আর ‘মিতি’ অর্থ পরিমাপ। অতএব, জ্যামিতি শব্দের অর্থ হল ভূমির পরিমাপ। জ্যামিতির ইংরেজী প্রতিশব্দ Geometry. Geo অর্থ ভূমি এবং Metry অর্থ পরিমাপ।
জ্যামিতির সংজ্ঞাঃ (Definition of Geometry) – যে বইতে কোন বস্তুর আকার, আয়তন, পরিমাপ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ পৃভৃতির পরিমাপ, গঠন এবং অঙ্কন কার্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে।
জ্যামিতির শ্রেণীবিভাগ – ব্যবহারভেদে জ্যামিতিকে দুইভাগে ভাগ করা যায়। যথাঃ- ১। তাত্ত্বিক জ্যামিতি ও ২। ব্যবহারিক জ্যামিতি।
১। তাত্ত্বিক জ্যামিতিঃ (Theoretical Geometry)- জ্যামিতি বিইয়ের যে শাখা পাঠ করলে জ্যামিতিক সত্য প্রমাণ করা যায়। এবং যুক্তি তর্কের সাহায্যে আরও নতুন নতুন সিদ্ধান্ত অর্জন করা যায়, তাকে তাত্ত্বিক জ্যামিতি বলে।
২। ব্যবহারিক জ্যামিতিঃ (Practical Geometry) – জ্যামিতি বইয়ের যে শাখা পাঠ করলে বিন্দু, রেখা, তল, কোণ, ক্ষেত্র ইত্যাদির অংকন পদ্ধতি সম্বন্ধে হাতে কলমে শেখা যায় তাকে ব্যবহারিক জ্যামিতি বলে।
জ্যামিতি শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তাঃ জ্যামিতিক জ্ঞান দ্বারা যে কোন উক্তির নির্ভুল সিদ্ধান্তে পৌঁছা সহজ। জ্যামিতিক জ্ঞান না থাকলে ভূমির পরিমাপ বা জরিপ করা সম্ভব নয়। বিভিন্ন মাপ-জোকের জন্য জ্যামিতিক জ্ঞান প্রয়োজন। তাই বিভিন্ন পেশা যেমন দর্জি, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, ছুতার, ম্যাকানিক্স ইত্যাদিতে নিয়োজিত লোকদের মাপ নির্ধারনের জন্য জ্যামিতিক জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া ভূমি জরিপ, নক্সা অঙ্কন, প্রকৌশল বিদ্যা, বিমান চালনা, এবং যুদ্ধক্ষেত্রে দিক নির্ধারণের ক্ষেত্রেও জ্যামিতিক পাঠ একান্ত প্রয়োজন।
আরও দেখুনঃ গণিতশাস্ত্রের ইতিহাস pdf নিমেষে অঙ্ক pdf
রেখাঃ (Line) – কতকগুলো বিন্দু পাশাপাশি অবস্থান করলে রেখার সৃষ্টি হয়। বিন্দু শুধু দৈর্ঘ্য এর দিকেই চলতে পারে। তাই যার কেলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। রেখাকে সীমাহীনভাবে উভয় দিকে বাড়িয়ে দেওয়া যায়।
সরলরেখা (Straight Line)– যে রেখা এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় একবারও দিক পরিবর্তন করে না, সর্বদা সোজা পথে চলে তাকে সরলরেখা বলে। সরলরেখা একমাত্রিক।
নিচে ছোটদের জ্যামিতি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ জেমি প্রকাশনী বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 11 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ জুই জেমি প্রকাশনী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন