চাদেঁর পাহাড় pdf বই ডাউনলোড। বাঙালীর ছেলে শঙ্কর, পাকা খেলোয়াড়, নামজাদা বক্সার, ওস্তাদ সাতাঁরু এফ-এ পাশ করে সুবোধ ছেলের মতো কাজকর্মের সন্ধান করল না, দেশান্তরে হাতছানি পেয়ে সে পাড়ি দিল সুদূর পূর্ব-আফ্রিকায়। ইউগান্ডা রেলওয়ের নতুন লাইন তৈরি হচ্ছিল-চারকী পেয়ে গেল। ডিয়েগো আলভারেজ নামে দুর্ধর্ষ এক পর্তুগীজ ভাগ্যান্বেষীর সঙ্গে হঠাৎ সেখানে তার দেখা শঙ্কর এই দুঃসাহসী ভাগ্যান্বেষীর সঙ্গ ধরে মহাদুর্ঘম রিখটারসভেলড পর্বতে অজ্ঞান এক হীরের খনির সন্ধানে চলে গেল।
ডিঙ্গোনেক বা বুনিপ নামে অতিকায় এবং অতিত্রুর এক দানব-জন্তু সেই হীরের খনি আগলিয়ে থাকত। পর্যটকেরা যার নাম দিয়েছেন চাদেঁর পাহাড় সেই রিখটারসভেলড পর্বতে গিয়ে জীবনমৃত্যু নিয়ে শঙ্করকে যে রোমাঞ্চকর ছিনিমিনি খেলতে হল তার আশ্চর্য বিবরণ-যে কোনো বয়সের কল্পনাকে উত্তেজিত করবে।
আরও বই দেখুনঃ
- এই শুভ্র pdf বই ডাউনলোড
- শীত ও অন্যান্য গল্প pdf বই ডাউনলোড
- লাল পাহাড় pdf বই ডাউনলোড
- নীল পাহাড় pdf বই ডাউনলোড
- ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ pdf বই ডাউনলোড
বিখ্যাত ভ্রমণকারীদের অভিজ্ঞতা অনুসরণে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৈৗগোলিক সংস্থান এবং প্রাকৃতিক-দৃশ্যদির যথাযথ বর্ণনা দিয়েছেন লেখক- এবং গল্পের পাশাপাশি হুবহু আফ্রিকান পরিবেশের যে-সব নিপুণ ছবি আকাঁ হয়েছে তা বাংলা বইয়ের জগতে আদর্শ স্থানীয় । বিভুতিভুষণের হাতে তরুণদের জন্য লেখা এ-বই ক্ল্যাসিক হিসেবে পরিগণিত হবার যোগ্য।
শঙ্কর একেবারে অজ পাড়াগায়ের ছেলে। এইবার সে সবে এফ.এ. পাশ দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধুবান্ধবের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারাস্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাওড়ে মাঝ ধরতে যাওয়া। সারা বৈশাখ এইভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন- শোন একটা কথা বলি শঙ্কর। তোর বাবার শরীর ভালো নয়।
এ অবস্থায় আর তোন পড়াশোনা হবে কী করে?কে খরছ দেবে? এইবার কিছু কাজের চেষ্টা দ্যাখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যিই তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তারঁ পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কী শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে?। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে চাদেঁর পাহাড় এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.07 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন