Saturday, October 18, 2025
Homeউপন্যাসগুহা মানব pdf বই ডাউনলোড

গুহা মানব pdf বই ডাউনলোড

গুহা মানব pdf বই ডাউনলোড । রাতের খাওয়ার টেবিলে সাধারণত কোনও শব্দ হয় না। শুধু প্লেটে চামচের শব্দ ছাড়া। দুটো লোক টেবিলের একটা সমকোণের দু পাশে বসে। বাপ আর ছেলে। বটু বা বটকৃষ্ণ রায় আর তার ছেলে সাজ বা সঞ্জয়।

বটু আর্মির অবসরপ্রাপ্ত কর্নেল, সঞ্জয় আই পি এস। শুধু এই রাতের খাওয়ার টেবিলেই দুজনের দেখা হয়, যদি না সাজুর কোনও পার্টি থাকে। দেখা হয়, কিন্তু দুজনের মধ্যে কথা হয় কদাচিৎ। কথার কিছু নেই তাদের মধ্যে। কারও কাউকে বলার মতো কিছুই থাকে না প্রায়।

আজ হঠাৎ খাওয়ার মাঝামাঠি একটা অবস্থায় বুট মুখ তুলল। উল্টোদিকের দেওয়ালে দুটো আসল তলোয়ার ক্রস করে রাখা, তাদের ওপরে একটা আসল ঢাল। ঢালটায় পেতলেরে কাজ আছে। সেই ঢালটার দিকে চেয়ে এবং সেটাকে একেবারেই লক্ষ না করে ভারী আনমনে বটু বলল, ওইখানে গোধূলি রয়েছে।

সাজু মুখ তুলে তাকাতল, কপালে ভ্রকুটির ভাঁজ। কাঁটা–চামচে বিদ্ধ একিট ফিঙ্গার চিপ্সএক শূন্যে ঝুলিয়ে রেখে বলল, কী আছে?

বটু হঠাৎ সংবিৎ ফিরে পেয়ে লজ্জিত হয়ে মাথা নাড়ল না, কিছু না।

সঞ্জয় তার বাবার দিকি একটু কঠিন চোখে চেয়ে থেকে বলল, আরও একদিন— পরশুই বোধহয়—- তুমি কী একটা বলেছিলে। আর মাটারিং টু ইওরসেল্ফ্?

আরও দেখুনঃ
গতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই ডাউনলোড
গয়নার বাক্স pdf বই ডাউনলোড

খুবই লজ্জায় পড়ল বটু। আজকাল ‍দুটো একটা কথা বেরিয়ে যায়।

ইজ সামথিং রং বাবা?
না না, কিছু একটা ভাবছিলাম বোধহয়।
বউমা– অর্থাৎ সাজু বউ এসে দাঁড়াল সাজুর পাশেই।

আঠারো উনিশ বছরের বাচ্চা বউ। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে। সে শ্বশুরমশাইয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। বউামাটি— অর্থাৎ পিঙ্কি ঠিক কেমন মেয়ে তা বটু জানে না। শুধু এটুকু জানে মেয়ে মেয়েটি অসম্ভব স্বাস্থ্য আর সৌন্দর্য সচেতন।

হেলথ ক্লাবে যায়। বাড়িতেও নানা রকম যন্ত নিয়ে ব্যায়াম করে এবং খাওয়াদাওয়াও একদম অন্যরকম। লাঞ্চ হিনারের বালাই নেই, কী সব সব্জি আর ফলের রস, মধু আর দই এসবই খায়টায়। শরীরে নিয়ে এত উল্টোপাল্টা খায় কেন কে জানে বাবা। এইসব শারীরিক ব্যাাপার এবং বি.এসসি ও জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিয়ে পিঙ্কি এতই ব্যস্ত যে।

নিচে গুহা মানব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

গুহা মানব pdf বই ডাউনলোড

প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 5.58 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site