Sunday, October 19, 2025
Homeউপন্যাসগদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড

গদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড

গদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড । শেখ মুজিবুর রহমান তাঁল পাইপটি ঠোঁটে চেপে ধরলেন। টোব্যাকো প্যাক খুললেন তামাকের জন্যে। তামাক নেই, শেষ হয়ে গিয়েছে। তিনি বিরক্তি বোধ করলেন। ঠোঁটে পাইপ অথচ তামাক নেই। এই ব্যাপারটি তিনি সহ্য করতে পারেন না। ডাকলেন, ‘ওয়েটার’।

ওয়েটারটি ধারেকাছেই ছিলো। স্যার, কিছু কি চাইছেন?

মুজিব তাঁল পাইপটি টেবিলের ওপর রাখলেন। একটু জোরেই রাখলৈন। বোঝা যাচ্ছে, তিনি বেশ রেগে আছেন। বললেন, তামাক ভরে দাও।

স্যার, আজ মঙ্গলবার। আজ তামাক আনা যাবে না। আগামীকার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেখ মুজব উত্তেজনায় তাঁল চশমাটা খুলতে চাইলেন। হাত কানের কাছে চলে গেলো। কিন্তু তাঁর চোখে চশমা নেই। এই মধ্যলোকে কারো চোখে চশমা থাকে না। ইহলোকের হিমেসে ষোলে বছল হলো তিনি এ মধ্যলোকে আছেন। কিন্তু তাঁর পুরাতন অভ্যাসটি এখনও যায়িনি। স্বভাব যায় না ম’লে কথাটি পৃথিবীর মানুষেরা ঠিকই বলে।

তিনি ওয়েটারটির দিকে তাকালেন। তাঁর মনে হলো কষে একটা চড় মারেন। কিন্তু তিনি মারণে না। ওয়েটার চিজটি খুবই আজব। অনেকটা রোবট। না পুরুষ, না নারী। একে মেরে কোনো লাভ নেই। রাগ কমাবার জন্যে তিনি মনে মনে তিনবার গালি দিলেন : শাহ আজিজ, শাহ আজিজ, শাহ আজিজ।

আরও দেখুনঃ
যারা ভোর এনেছিল pdf বই ডাউনলোড
এতদিন কোথায় ছিলেন pdf বই ডাউনলোড

তাঁর রাগ অনেকটা কমে গেলো। ইসলঅমিয়ে কলেজে থাকাকালীন তিনি ও শাহ্ আজিজ একই ‘বেকার হোস্টেলে’ থাকতেন। মুসলিম লীঘ করতেন। নির্বাচন উপলক্ষে ঐ বদমাশটার সঙ্গে তাঁকে ফরিদপুর যেতে হয়েছিলৈা। ফরিদপুরেই শাহ্ আজিজকে তিনি আচ্ছামতো মারদিয়েছিলেন্ হাত খুলে ধোলাই। এ মধ্যলোকে রাগ কামাবার জন্যে তিনি ‘শাহ আজিজ’ বলে গালি দেন। মহৌশধি। হাতে হাতে ফল।

শেখ মুজব জানেন, অধিকার আদায় করে নিতে হয়, কেউ কাউকে দেয় না। ইসলামিয়া কলেজের কথা এসে পড়ায় তাঁল নানা স্মৃতি মনে এলো। বেকার হোস্টেলের সুপার ছিলেন সাইদুর রহমান। হোস্টেলের ডাইনিং-এ বসার জন্যে এক ফেয়াল তরকারি ছিলৈা। কিন্তু তাতে তোর খাওয়া হয়ে উঠতো না। তিনি জোর করেই দু-পেয়ালা তরকারি নিতেন। ছাত্ররা গিয়ে অভিজোগ জানালো সাইদুর স্যারের কাছে। সাইদুর স্যার পিয়ন দিয়ে ডেকে পাঠালেন তাঁকে। ‘তুমি নাকি দু-জনের তরকারি একাই খেয়ে ফেলো?’

নিচে গদ্যকার্টুন সমগ্র pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

গদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড

প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 17.5 MB
প্রকাশ সালঃ 2000 ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site