গণিতের যাদু pdf বই ডাউনলোড । লেখক জাদুর ছলে ম্যাজিক স্কয়ার নিয়ে আলোচনা করেছেন। তিনি শুধু জাদু-বর্গের খেলা দেখিয়েই ক্ষান্ত হনন, কী করে জাদু-বর্গ পূরণ করতে হয়, সে সম্পর্কেও মনোরম আলোচনা করেছে। ফলে শিশু-কিশোর তো বটেই, অনেক পেশাদার ও শৌখিন গণিতপ্রেমীকেও এ বিষয়ে আগ্রহী করে তুলবে।
পান্ডুলিপিটির শেষভাগে লেখক জাদুর ছলে কিছু গাণিতিক ধাঁধা ও তাদের সামাধানের কৌশল বর্ণনা করেছেন। যা অবশ্যিই সর্বশ্রেণীল পাঠককে গণিত বিষয়ে কৌতুহলী করে তুলবে।
ম্যাজিক স্কয়ারের ইতিহাস কমপক্ষে ৫ হাহার বছরের পুরোনো। খ্রিষ্টজন্মের ২ হাজার ২০০ বছর আগে চীনদেশে ম্যাজিক স্কয়ারের প্রচলন ছিল বলে জানা যায়। নবম শতাব্দিতে আরব জ্যোতিষীগণ ভাগ্য গণনায় এর ব্যবহার করতেন। ত্রয়োদশ শতাব্দিতে পাশ্চাত্যে ম্যাজিক স্কয়ার বিস্তার লাভ করে। জার্মান শিল্পী অলব্রেক্ট ড্যুরারের ১৫১৪ সালে একটি শিল্পকর্মে ম্যাজিক স্কয়ারের চর্চা হয়ে আসছে।
আগে শুধু লিখতে ও পড়তে জানাকেই সাক্ষরতা বলা হতো। ইংরেজীতে বলা হতো লিটারেসি। কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে শুধু লিটারেসিই যথেষ্ঠ নয়। বলা হয়, নিউমারেসি। অর্থাৎ স্বাক্ষর-জ্ঞানসম্পন্ন হতে হলে গণিতও জানতে হবে। ইদানিংকালে বিভিন্ন দেশে স্কুলগণিতে ম্যাজিক স্কয়ার ও অন্যান্য গাণিতিক ধাঁধা ব্যবহার করে গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হচ্ছে। আমাদের দেশের পাঠ্যবইগুলোতেও এগুলো অন্তর্ভূক্ত করা যেতে পারে।
আরও দেখুনঃ রোদনভরা এ বসন্ত pdf বই ডাউনলোড রুমালী pdf বই ডাউনলোড
বর্তমান বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে। বিপুল তথ্য-উপাত্তের ওপর মানুষের নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে। বিজ্ঞানীরা বলেন, বর্তমান জগৎ ও জীবন “বিগ ডাটা” দ্বারা প্রভাবিত ও পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সে (মে-জুন,২০১৩ ) কেনেথ কুকিয়ার ও ভিক্টর মেয়ার শ্যোনবার্গার ‘দ্য রাইজ অব বিগ ডাটা’ নামে এক নিবন্ধ লিখেছিলেন। বিশ্বজগৎ সম্পর্কে আমাদের চিন্তাভাবনা বিশাল তথ্য-উপাত্ত দ্বারা কীবাবে প্রবাবিত হচ্ছে , তার একটি সুন্দর বিশ্লেষণ রয়েছে সেখানে। তাঁরা দেখিয়েছেন, বর্তমানে বিশ্বে ১২০০ এক্সাবাইট বা ১০ হাজার কোটি-কোটি তথ্য রয়েছে।
নিচে গণিতের যাদু pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রথমা প্রকাশন বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 14.3 MB প্রকাশ সালঃ 2017 ইং বইয়ের লেখকঃ আব্দুল কাইয়ূম
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন