খেলা pdf বই ডাউনলোড। ভুতুর জন্মের পর অক্লেশে বদলে যায় পৃথিবী। চারিদিকের আলো হাওয়ায় সংস্পর্শে ফুটে ওঠে আশ্চর্য সব রঙ, চোখে যদিও দেখা যায় না কিছুই। সকালের রোদ্দুর এসে হাত বুলিয়ে যায় বিনয়ের চুলে- ডেকে তোলে ক্লান্ত ঘুম থেকে, ওঠো সুদিন আসছে। ছুটি শেষের রাস্তায় বিকেলের হাওয়া উড়ে চলে নির্দিষ্ট দিকে, তারপর যেতে গিয়েও থমকে দাড়াঁয় একটু, ফিরে এসে মুখচেনা হেসে বলে, এই তো! পিঠ সোজা করে হাটোঁ সুখবর পাবে।
বাসে ট্রামে এতো ভিড়, গিরগিসে মানুষজনের গা থেকে ভুরভুর করে বেরিয়ে আসে সুগন্ধী ঘাম। মায়াময় তাদের চোখমুখ পাশ খালি হলেই বিণয়কে ঢেকে নেয় বসবার জন্যে । আজ খুব গরম, তাই না! আকাশের দিকে তালিয়ে বলে কেউ, বৃষ্টি হবে। অফিসে দিনেশবাবু খুব কড়া লোক, ভুরুর খাঁজে খাঁজে লুকিয়ে রাখেন ডিসিপ্লিন কথাটা এমন কি তাকেও মনে হয় অসাময়িক আর ক্ষমাশীল।
আরও বই দেখুনঃ
- গণিত নিয়ে মজার খেলা pdf বই ডাউনলোড
- বিজ্ঞানের খেলা pdf বই ডাউনলোড
- চোখ pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
- দলের নাম ব্ল্যাক ড্রাগন pdf বই ডাউনলোড
সাহস বেড়ে যায় বিনয়ের। অনেকদিন পরে মনে হয় বেচেঁ থাকার একটা মানে সে খুজেঁ পাচ্ছে । একদিন বিকেলে চুপিচুপি এগিয়ে গিয়ে দিনশের টেবিলের সামনের খালি চেয়ারটায় বসে বিনয় বলে, দিনেশদা, একটা কথা ছিল। বলো- অল্প আমতা-আমতা করে লজ্জাটা কাটিয়ে নেয় বিনয়। বলে, দিন কয়েক ছুটি নেব ভাবছি। ছুটি! এই সময়! বুকে চিবুক ঠেকিয়ে চশমার ফাকঁ দিয়ে চোখ গলিয়ে দেয় দিনেশ, কার আসুখ? তোমার তো মাও নেই, বাবাও নেই! না, না।
অসুখ-টসুখ নয়। লজ্জা পেয়ে বলে বিনয়, ইয়ে কিয়ে! এমনিই। মানে রিণা পরশু একটি পুত্র সুন্তান প্রসব করেছে। তাই ভাবলাম একটু রিণা কে চারিদিকের পরিবর্তন বিনয়ের লজ্জাটাকে সুন্দর করে তোলে। দিনেশকে ক্ষমাশীল ভাবতে গিয়ে নিজেও হয়ে ওঠে ক্ষমাশীল। এতাদূর অজ্ঞতায় রাগ হয় না একটুও। হেসে বলে, রিণা মানে আপনাদের বউমা- অ। তা্ বিলো! বিয়ের নেমন্তন্ন খেয়েছিলুম বটে, কার্ড তো আর পড়ে দেখিনি। বলতে বলতেই ফাইলপত্রে মনোযোগী হয়ে ওঠে দিনেশ। একটা কাগজের মার্জিনে নোট লিখতে লিখতে বলে, করেছে মানে তো পাস্ট টেনস্! হয়ে গেছে। এতো খুশি হয়ে যখন বলছ, নিশ্চয়ই ভালো আছে। ছুটিটা কি জন্যে? একটু আমোদ করতাম।
নিচে খেলা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 3.47 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | দিব্যেন্দু পালিত |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন