Friday, October 17, 2025
Homeএডভেঞ্চারক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড

ক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড

ক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড । উইনডে বক্সের জিরেনিয়াম ফুলের চারাগুলোয় পানি দেয়ার সময় ডাক্তার পিটার ব্লাডের দৃষ্টি চলে গেল নিচের রাস্তায়। লোকজন জটলা করছে। ওদের হ্যাটে কচি ডাল বাঁধা, হাতে অদ্ভূত সব অস্ত্র।

কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র বা তরোয়াল থাকলেও বেশিরভাগেরই মুগুর আর ফার্মিং নাইফ সম্বল। বিভিন্ন পেশার লোক এরা। কেউ তাঁতী, কেউ ছুতোর, কেউবা আবার মুচি, মিস্ত্রী।

পিটার ব্লাডের শহর, অর্থাৎ ব্রিজ ওয়াটারের জনতা টনটনের প্রতিবাদীদের মতই ডিউক অভ মনমাউথের সমর্থণে ঐক্যবদ্ধ। রাজা দ্বিতীয় জেমসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে ডিউক, দাবি তার ইংল্যান্ডের সিংহাসন।

সেনা প্রশিক্ষণ প্রাপ্ত পিটার ব্লাড কিন্তু এক মনে নিজের কাজ করে চলেছে। জুলাইয়ের সন্ধেবেলায় রাজপথ যে উত্তপ্ত হয়ে উঠেছে সেদিকে নজর নেই। তার মতে বিদ্রোহী মাত্রই নির্বোধ। তা নাহলে নিজের পায়ে কুড়াল মারে কেউ?

পিটার ব্লাড মনমাউথ সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল। সে জানে, সিংহাসন প্রাপ্তির ব্যাপারে কোনও আইনগত বাদি নেই ডিউকের। ফলে অনর্থক খুনোখুনি, রক্তপাতই সার হবে, কাজের কাজ হবে না কিছুই।

রাফায়েল সাবাতিনি ক্যাপ্টেন ব্লাড

ব্লাড দুঃখের হাসি হাসল। এই বোকাগুলোর অনেকেই কাল আর সূর্য উদয় দেখতে পাবে না। ওজানে, আসলে সবাই জানে, সে রাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মনমাউথ। সেজমুরের কাছে তাঁবু খাটানো রাজসৈন্যদের ওপর অতর্কিত হামলা চালাবে। ব্লাডের ধারণা, রয়্যালিস্ট নেতা লর্ড ফেভারশ্যামও এ ব্যাপারে ভালো অবগত আছেন। ফলে যুদ্ধের পরিণতি হতে যাচ্ছে মনমাউথের অভ্যুত্থানের সমূল ধ্বংস।

আরও দেখুনঃ
হৃৎকম্পন মাসুদ রানা pdf বই ডাউনলোড
ফরেক্স ট্রেডিং pdf বই ডাউনলোড

জানালা বন্ধ করার সময় ওর মেন হলো ও ডাক্তার মানুষ, যোদ্ধা নয়। আহত যোদ্ধাদের বরং সারিয়ে তোলাই ওর দায়িত্ব। পর্দা টেনে দিয়েছে ও। ঘরে মোমবাতির মিষ্টি আলো। হাউজকীপার টেবিলে খাবার রেখে গেছে।

খাওয়া সেরে সকাল সকাল বিছানায় গেল ও। রাত এগারোটার দিকে মনমাউথ যখন বিদ্রোহীদের নিয়ে আক্রমণ শানাতে যাচ্ছে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ব্লাড। রাত দুটোয় মুখোমুখি হলো দু’পক্ষ ঘন্টা খানেকের মধ্যেই শোচনীয়ভাবে পরাজিত হলো মনমাউথের বাহিনী।

দূরাগত কামানের গর্জন ব্লাডের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারেনি। ভোর চারটায় ঘুম ভাঙ্গল ওর। সূর্য তখন রক্তাক্ত প্রান্তরের ওপর উঁকি দিচ্ছে। বিছানায় উঠে বসে চোখ ঘষছে ব্লাড এমন সময় শুনতে পেল দরজায় জোর ধাক্কার শব্দ। নাম ধরে ডাকছে কেন যেন। ড্রেসিং গাউন পরে, পায়ে চটি গলিযৈ নিচে নেমে এল ও।

নিচে ক্যাপ্টেন ব্লাড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বই
বইয়ের সাইজঃ 5.23 MB
প্রকাশ সালঃ 1994 ইং
বইয়ের লেখকঃ রাফায়েল সাবাতিনি
অনুবাদকঃ কাজী শাহনূর হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site