কোকা পন্ডিত pdf বই ডাউনলোড। তন্ত্র সম্বন্ধে আলোচনা করতে হলে সর্বপ্রথম প্রশ্ন আসে তন্ত্র কি? সংস্কৃতে বলা হয়েছে তন্ত্র। তন শব্দের অর্থ হলো-তনু ত্র শব্দের অর্থ হলো ত্রাণ বা রক্ষা। অর্থা যার সাহায্যে তনু অর্থা দেহকে রক্ষা করা যায় বা ত্রাণ করা যায়, তাকে বলা হয় তন্ত্র। তা ছাড়া তন্ত্র আয়ুর্বেদ, পদার্থ বিজ্ঞান, জীব-বিজ্ঞান,মন্ত্রানুষ্ঠান এবং কর্মযোগের জ্ঞান-বিজ্ঞানের ও জন-কল্যাণের পথ প্রদর্শন করায়।
তন্ত্র-শাস্ত্র অতি পুরাতন, ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও বারয়ের সবচেয়ে প্রাচীন অঙ্গ। অনেক পন্ডিতের মতানুযায়ী তন্ত্র-শান্ত্রের জন্ম বেদেররও অনেক পূর্বে হয়েছে। এ বিষয়ে তারাঁ বলেন বেদগুলোতে তন্ত্রের উল্লেখ ও কার্যাদির সম্পর্ক দেখা যায় সেজন্যই বলা যায়, বেদ রচনা করার সময় তান্ত্রিক ক্রিয়া-কলাপ প্রচলিত ছিল।
আরও বই দেখুনঃ
- মূল্য এককোটি টাকা মাত্র pdf বই ডাউনলোড
- সলোমনের গুপ্তধন pdf বই ডাউনলোড
- এবং হিমু pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
যাইহোক- বেদের আগে বা পরে যখনই তন্ত্রের আবির্ভাব হোক না কেন, এটা ঠিক যে, তন্ত্রবিদ্যার প্রচার ভারতে অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। উপরন্তু দেশের অধিক শতাব্দী কাল ধরে মন্ত্র-মন্ত্রের প্রভাব সারা ভারতবর্ষব্যাপী ও সুদূর বিদেশগুলিতেও ছড়িয়ে পড়েছিল।
দেশ-বিদেশে তন্ত্র তার আসন প্রতিষ্ঠা করেছিল। আজও তার প্রভাব দেখা যায় সুসভ্য দেশগুলিতে। এটা ভারতের গৌরব যে, প্রাগৈতিহাসিক কাল থেকে ভারত বহুপ্রকার গবেষণা, অনুসন্ধান এবং আবিস্কারের জনক। এই কঠিন সাধনার পশ্চাতে ভারতীয় মনীষীগণেরর কোনও ব্যক্তিগত স্বার্থ নিহিত ছিল না।
শুধুমাত্র লোক-কল্যাণ ও সাংস্কৃতিক বিকাশের জন্যই তারঁ এই কাজ করতেন। ব্যাকরণ, দর্শন, ন্যায়, জ্যোতিষ, গণিত ও সাহিত্য ক্ষেত্রে ভারতীয় মনীষীগণের চিন্তাভাবনা, যোগ-সাধনা এত প্রখর ছিল যে, বড় বড় বিদ্বান, এবং প্রখর মেধাশক্তিসম্পন্ন বৈজ্ঞানিকও তাদেরঁ সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন।
সকলে ভেবে আশ্চর্য হয়েছে এবং আজও হচ্ছেন যে, এই সব বনবাসী তপস্বীগন, সামান্যমাত্র ফলমূল আহার করে সুস্থ দেহে দীর্ঘায়ু হয়ে বেচেঁ থাকতেন কি ভাবে।
নিচে কোকা পন্ডিত এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রশান্ত প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | প্রশান্ত কুমার সেন গুপ্ত |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন