কুশী প্রাঙ্গণের চিঠি pdf বই ডাউনলোড। কুশী-নদী যাদের পাকাধানে মই দিয়েছে, তারা ওকে শাপ-মন্মি দিক, আমি কিন্তু ওর দুদিনের অতিথি, স্তুতিপাঠ করলেই ভালো হোত, অন্তত মন্দ গাইতে পারব না। কেউ যদি বলে, ভয়ে মেনে নিচ্ছি, কেউ যদি বলে টানা আছে, ভালোবাসি বা ভালো লাগে তো আর একটু বেশি করেই মেনে নিচ্ছি। হাতের কাছে একটা চমৎকার উদাহারণ পেয়ে গেছি।
আমি যে পাতাটায় লিখছি তার ছবিতটা একটা শিকারের ছবি। গাছ-পালা, ঝোপঝাড়, পাহাড়ের একটা জঙ্গল, একটা বাঘ ল্যাগ উচিঁয়ে থাবা পেতে বসে, পাহারের আড়াল থেকে একটা শিকারী বন্দুকের করেছে তাগ। আর যার যার দিক সিমপ্যাথি বা দরদ থাক, আমার সিমপ্যাথি ঐ বাঘটার দিকে।
আরও বই দেখুনঃ
- অন্যদিন pdf বই ডাউনলোড
- মিলনে বিরহে pdf বই ডাউনলোড
- চলে যায় বসন্তের দিন pdf বই ডাউনলোড
- তিন্নি ও বন্যা pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
ও ওখানকার প্রাণ, এখানেই -ওই মানানসই; মানুষের সমাজে গোরু-ছাগলের মধ্যে ও কোন এখানকার বন্যদের দুধ দিফে পালন করে না, এ প্রশ্নটা একেবারেই ওঠে না। ও এখানার বিদ্রাতা, ও এখানে স্বরাট, সম্রাট; শিকারী এখানে দস্থ্য, অনধিকারী; যন্তুর এটা ছবি বলেও যে ওর বন্দুক থেকে গুলীটা কোন জন্মেই ছুটে যাবার না, এর জন্য আমি সুখী।
ছবিটা যে অচল অপরিবর্তনীয়, তার জন্য আমার দুঃখ শুধু এই নিয়ে যে, অন্যথা বাঘের ল্যাজের ঐ উন্নত মহিমার সামনে শিকারীটার ন্যাজ গুটিয়ে ফিরে যাবার একটা উল্লাকর সম্ভাবনা ছিল। এখান অধিষ্ঠত্রী কুশীকেও আমার লাগে ভালো। ওর সামনে বন্দুক উঠাবার লোক জন্মায় নি, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বাধঁ বেধেঁ যারা ওকে পিঞ্জরাবদ্ধ করতে চেয়েছিল, তারা যে ল্যাজ মুখে করে সরে দাড়িয়েছে, তা আমি খুশি বৈকি।
সমস্ত পৃথিবীটা জ্যামিতির নির্দেশ মতো-ক্যানালে গেছে ভরে, চাবি দরকার মাফিক জল দুয়ে নাও, উচ্ছৃঙ্খলতা নেই, বন্যা নেই, তার ভাঙা-গড়া নেই জ্ঞানী -বিজ্ঞানীদের তদারকে পৃথিবীর যেদিন এইরকম সৌভাগ্য হবে, সেদিন সেই শুভঙ্কর শাসিত পৃথিবীতে জন্মাবার দুর্ভাগ্য আমার যেন না হয়। একটু বাড়াবাড়ি হয়ে গেল? তা কি করব? বেচারির হয়ে কেউ একটা কথা বলে না যে। তোমাদেরও তো বাড়াবাড়ি। কুশী কি সত্যিই সর্বনাশী? গত বছর বন্যা আসে নি বলে যে কাদঁবারও কত লোক দেখলাম।
নিচে কুশী প্রাঙ্গণের চিঠি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বেঙ্গল পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 10.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন