Sunday, October 19, 2025
Homeবিজ্ঞানকালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই ডাউনলোড

কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই ডাউনলোড

কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই ডাউনলোড । কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই ডাউনলোড । একজন গতি সুপরিচিত বৈজ্ঞানিক (অনেকে বলেন, বার্ট্রান্ড রাসেল) একবার জ্যোতির্বিদ্যা সম্পর্কে জনসাধারণের কাছে বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবী কি করে সূর্যকে প্রদক্ষিণ করে, আবার সূর্য কি করে আমাদের নীহারিকা (Galaxy) অর্থাৎ বিরাট এক তারকা সংগ্রহের কেন্দ্রকে প্রদক্ষিণ করে ঘোরে।

বক্তৃতার শেষ ঘরের পিছন থেকে ছোটখানো এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেনঃ “এতক্ষণ আপনি আমাদের যা বলেছেন – সব ভুল কথা। পৃথিবীটা আসলে চ্যাপ্টা, আর রয়েছে বিরাট এক কচ্ছপের পিঠের উপর।” বৈজ্ঞানিক বিজ্ঞের হাসি হেসে বললেন, “কচ্ছপটা কার উপর দাঁড়িয়ে আছে?” বৃদ্ধা বললেন, “ছোকরা, তুমি বেশ চালাক, খুব চালাক। তবে তলায় পরপর সবই কচ্ছপ রয়েছে। “

মহাবিশ্ব অসংখ্য কচ্ছপের স্তম্ভ এ চিত্র অধিকাংশের কাছেই হাস্যকর মনে হবে। কিন্তু আমরা বেশি জানি এ খাত ভাবব কেন? মহাবিশ্বর সম্পর্কে আমরা কি জানি এবং কিভাবে জানি? মহাবিশ্বর এসেছে কোত্থেকে এবং যাচ্ছেই বা কোথায়? মহাবিশ্বের কি কোনো শুরু ছিল? যদি থেকে থাকে তাহলে তার আগে কি হয়েছিল? কালের চরিত্র কি? কাল কি কখনো শেষ হবে?

পদার্থবিদ্যার ইদানিং কালের আবিষ্কারের সাহায্যে (সে আবিষ্কারগুলি অংশত হয়েছে কিছু অকল্পনীয় প্রযুক্তিবিদ্যার সাহায্যে) এই সমস্ত বহুদিনের বহু প্রাচীন প্রশ্নগুলির কিছু কিছু উত্তরের আভাস পাওয়া যাচ্ছে। কোনো দিন হয়তো এই উত্তরগুলিকে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার মতো স্বতঃপ্রতীয়মনা মনে হবে। কিংবা হয়তো মনে হবে কচ্ছপের স্তম্ভের মতো হাস্যকর। এ সম্পর্কে শুধুমাত্র কালই (সে যাই হোক) বলতে পারবে।

আরও দেখুনঃ
এ কালের বাংলা গল্প pdf বই ডাউনলোড
হুমায়ূন আহমেদের সংক্ষিপ্ত জীবনী pdf বই
সুবর্ণলতা pdf বই ডাউনলোড
BCS সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান pdf বই ডাউনলোড
ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান pdf বই ডাউনলোড

প্রাচীনকালে ৩৪০ খ্রিষ্ট-পূর্বাব্দে গ্রীক দার্শনিক অ্যারিষ্টোটল তাঁর অন দি হেভেন্স (On the Heavens- মহাকাশ সম্পর্কে) বইতে পৃথিবী যে একটি বৃত্তাকার গোলক এবং একটা চ্যাপ্টা থালা নয়-এ সম্পর্কে দুটি ভালো যুক্তি দেখাতে পেরেছিলেন। প্রথমত, তিনি বুঝতে পেরেছিলেন, চন্দ্রগ্রহণের কারণ সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবীর আসা।

চন্দ্রের উপর পৃথিবীর ছায়া সব সময়েই গোলাকৃতি। পৃথিবী গোলাকৃতি বলেই এটা সম্বভ। পৃথিবী যদি চ্যাপ্টা থালার মতো হোত তা হলে সূর্য যখন থালার কেন্দ্রের ঠিক নিচে অবস্থান করছে তখনই গ্রহণ হলে হলে ছায়াটি হোত লম্বাটে এর উপবৃত্তাকার (elliptical) দ্বিতীয়ত,

নিচে কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কালের সংক্ষিপ্ত ইতিহাস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ ঐশী পাবলিকেশন্স
বইয়ের ধরণঃ বিজ্ঞান
বইয়ের সাইজঃ 5.33 MB
প্রকাশ সালঃ 2015 ইং
বইয়ের লেখকঃ স্টিফেন ডব্লু হকিং
অনুবাদঃ ইফতেখার রসুল জর্জ


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site