কাক জ্যোৎস্না pdf বই। এই পাখিটিকে বোধহয় কেউ পছন্দ করে না। কেউ না। পাখি বলে মনেই হয় না এটাকে জমাদার পাখি তো জমাদারই। জঞ্জাল সাফ করতেই পয়দা হয়েছে। পাখি কখনও নয়। পাখি শব্দটার মধ্যে কেমন পাখি-পাখি ভাব আছে না একটা? আহা-আহা করে মন! আয়রে পাখি ন্যাজঝোলা,/খেতে দেবো ঝাল ছোলা, খাবি দাকি কলকলাবি/খোকনকে নিয়ে বেড়াতে যাবি! আদর করে প্রতিশ্রুতির বোল বানাও, যেন শিশুও যে, পাখিও সে।
শিশুতে পাখিতে শিশুর আদরে পাখির আদরে এক হয়ে যায়। পাখি আচমকা উড়ে যায়? ডানার তুলনায় লুকোনো রঙের সওগাত দিয়ে যায়। যদি কাছের ডালে এসে বসে? ডাল দুলবে আবেশে, আয়েসে, ছন্দে, আনন্দে।
আরও বই দেখুনঃ
- সেলাই pdf বই ডাউনলোড
- পাখি আমার একলা পাখি pdf বই ডাউনলোড
- একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই
- যাও পাখি pdf বই ডাউনলোড
- সঙ্গীসাথী পশু পাখি pdf বই ডাউনলোড
মাছরাঙা-টাঙার মতো শাঁ-আঁ-আঁৎ করে যদি এক লপ্তে ঝাঁক দিয়ে চলে যা এতটা?তবে রোদ্দুরে নীলা রোদ্দুরে চুনি, রোদ্দুরে পান্না। তাতা থই থই/তাতা থই থই, তাতা….পাখি, আহা পাখি রে! আয় বেনে-বউ, বসন্ত বৌরি ময়ুর ময়ুরী পান কৌড়ি! মরি। মরি! রূপের বাহার যার নেই তার দ্যাখো নামের বাহার! ভঙ্গির বাহার ! টপাস টপাস করে ডিগবাজি খাচ্ছে ডাহুক জলের ওপর? ব্যাপারটা হল শিকার ধরা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।
কিন্তু কেমন একটা আস্ত ছেলে-ভুলোনো কমেডি তৈরি হয়ে যাচ্ছে। কিংবা ছড়া। ছড়ার ছন্দ। টপাস টপাস গপাক গপাক।। আর ঘুঘু? কী অসামান্য ওর ধুসর কোমলিমা! ওর মৃদু ময়ুরকন্ঠী কণ্ঠ, পেলব রেখায় আকাঁ সুগোল মুন্ড, ওর টলটলে ফোঁটা-চোখ! ডাকটা! ডাকটা! ঘুঘুর ডাক! তুমি বসে আছো। তোমার ভেতরে ভালো খবর, পানাহারে বেশ তৃপ্ত তুমি, আপনজন পাশে বসে রয়েছে।
মুহুর্তে সব লুপ্ত হয়ে যাবে গোধুলি সন্ধির আবছায়ায়। না না, সেই নেই। কোনও দিনও ছিল না। স্বপ্নে ছিল হয়তো। তার বেশি কোথাও নয়। পাওয়া তোমার হয়নি নটরাজ। কোন সুদূর, অনাগত আগামীর দিনে-রাতে পাওয়া তোমার অনাসন্ন হলে এলিয়ে আছে।
ক্বঃ! খবঃ জানলার পাটের ওপর ছরকুটে পায়ে দাড়িঁয়ে, চোখ টেরিয়ে, ঘাড় বেকিঁয়ে ডাকছে কাকটা। ওরে কাক, এখানে তো কাটাঁ-পোটাঁ তেল পটকা ওই সব কুৎসিত আমিষগুলো থাকে না, থাকে না। এখানে বই, এখানে খাতা এখানে কলম। এসব তুমি বুঝবে না বাপা! ওহ তাই বল।
নিচে কাক জ্যোৎস্না এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.95 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বাণী বসু |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন