কথোপকথন pdf বই ডাউনলোড।তোমার পৌঁছতে এত দেরি হল?
পথে ভিড় ছিল?
আমারও পৌছঁতে একটু দেরি হল
সব পথই ফাটা
পথে এত ভিড় ছিল কেন?
শবযাত্রা? কার মৃত্যু হল?
আমাদের চেনা কেউ না তো?
এই তো সেদিন যোগো গেল
দৌড়ে গেল, এখনও ফিরল না।
আগে পরে শঙ্কর, বিমল।
আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দুরের সমুদ্রে চলে যায়
কালো মুলিয়ারা যায় যে-রকম বিলীনের দিকে।
আরও যাবে, আমরাও যাবো।
লোক্যাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
আসছে যাচ্ছ মৃত্যু আজকাল।
তোমার কেমন মৃত্যু ভাল লাগে?
আমি? সেরিব্রাল?
মৃত্যুর কথায় রাগ হল ?
মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক।
আরও বই দেখুনঃ
তোমার চিবুকে এত ছাড়া কেন?
অন্ধকারে ছিলে ?
আমার কপালে এত ঘান কেন?
রোদ্দুরে ছিলাম।
তুমি আজ টিপ পরনি তো?
আমি আজ পাঞ্জাবি পরিনি।
তোমার খোঁপার চুল ভাঙা কেন?
বাজ পড়েছিল।
আজকাল রোজই ঝড়ে ওঠে।
গাছ পড়ে, ল্যাম্পপোস্ট পড়ে মানুষও
পাখির মত ছিড়েঁখুড়ে খানাখন্দে পড়ে।
ঝড় যেন তুফান এক্সপ্রেস হাঁউ-মাঁউ হাঁউমাঁউ
মানুষের গন্ধ পাউঁ…
ঝড়ের কথায় রাগ হল?
ঝড়ের প্রসঙ্গ তবে থাক।
জীবনের আলোচনা হোক।
তোমার চোখের মনি লাল কেন?
বৃষ্টিতে বিজেছো?
আমার হাতের শিরা নীল কেন?
আগুনে পুড়েছে।
বলেছিলে আজ চিঠি দেবে,
এনেছো? বা:, মেনি মেনি থ্যাঙ্কস।
একি দিলে? এ তো শুধু খাম!
খাম থেকে চিঠি কোথা গেল?
ঝড়ে উঠে গেছে?
আমার চিঠির সব লেখা
জলে ধুয়ে গেছে।
আরও বই দেখুনঃ
আজকাল জলও শিখে গেছে
নানান ছলনা।
জল কারো শাড়িকে ভেজায়
জন কারো ঘরবাড়ি কাড়ে
দরজায় ব্যস্থ কড়া না নাড়ে।
একবার আমাদের ঘরছাড়া করেছিল জল ব
বালিশ, তোশক, খাট, ঘাটি-বাটি থালা
সবকিছু হাঙরের হাঁএ গিলে খেলো।
পচা-জলে আমরা যেন শ্যাওলার,
কচুরিপানার
নিকট আত্মীয় হয়ে
জলের কথায় রাগ হল?
জলের প্রসঙ্গ তবে থাক।
জীবনের আলোচনা হোক।
কাল তুমি স্বপ্ন দেখেছিলে?
মিশর? মিশরে গিয়েছিলে?
কি আশ্চর্য!
আমিও তো কাল স্বপ্নে ঐ মিশরে ছিলাম।
সারি সারি মমির কঙ্কাল।
হীরের চোখের মতো-চোখে
মুক্তোর দাঁতের মতো দাতঁ
প্রাণ ছাড়া বাজি সব প্রাণের আরাম।
নক্ষত্রদীপ্তিতে ফুটে আছে।
এদের কি আর মৃত্যু হবে?
নিচে কথোপকথন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | দে জ পাবলিশিং |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 36.1MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | পূর্নেন্দু পত্রী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন