ও pdf বই – মুহাম্মদ জাফর ইকবাল । গহর মামা আমাদের খুব দূর সম্পর্কের মামা; কিন্তু আপন মামাদের থেকে তাঁর সঙ্গে আমাদের বেশি খাতির ছিল। আমি যখনকার কথা বলছি, তখন ভদ্রতার ব্যাপার-স্যাপারগুলো সেভাবে চালু হয় নি।
হাঁচি দিয়ে কেউ “এক্সকিউজ মি” বলত না, চা-নাশতা খেয়ে কেউ “থ্যাংকু” বলত না। পেটভরে খেয়ে সবাই “ঘেউক” করে বিকট শব্দ করে ভেঁকুর তুলত এবং সে জন্য কেউ তার দিকে ভুরু কুঁচকে তাকাত না। এখন যে রকম কেউ আগে থেকে খোজখবর না দিয়ে আসে, তখন সে রকম ছিল না- আত্মীয়স্বজন দুইটা মুরগি, না হয় এক জোড়া নারকেল নিয়ে রাত-বিরেতে চলে আসত, কেউ কিছু মনে করত না।
আমাদের গহর মামাও সে রকম চলে আসতেন- অন্য কেউ এলে আমরা যেটুকু খুশি হতাম, গহর মামা এলে তার চেয়ে অনেক বেশি খুশি হতাম। তার প্রথম কারণ গহর মামা খুব সুন্দর গল্প করতে পারতেন। তার নানা রকম গল্প ছিল। কিছু গল্প ছিল খুব হাসির- আজকালকার ছেলেমেয়েরা শুনলে নিশ্চয়ই নাক-মুখ কুঁচকে বলবে, “হাউ ডার্টি”,কিন্তু আমরা শুনে হেসে কুটি কুটি হতাম।
আরও দেখুনঃ অক্টোপাসের চোখ pdf বই ডাউনলোড ওমিক্রণিক রূপান্তর pdf বই ডাউনলোড
কিছু কিছু গল্প ছিল বিচিত্র। ডাকাতরা এসেছে এবং গৃহস্থরা কীভাবে সেই ডাকাতদের ধরে ফেলছে- সে রকম মজার গল্প। কিছু কিছু গল্প ছিল ভয়ংকরগরু চোরদের ধরে কীভাবে খেজুর কাঁটা দিয়ে তার চোখ গেলে দেওয়া হচ্ছে তার বীভৎস বর্ণনা। তবে গহর মামার সবচেয়ে মজার গল্প হচ্ছে ভূতের গল্প। আমরা ভয় পাব বলে ভূতের গল্প বেশি বলতে চাইতেন না, অনেক জোরাজুরি করলে একটা-দুইটা বলতেন; সেগুলো শুনে ভয়ে আমাদের পেটের ভাত চাল হয়ে যেত!
গহর মামার কাছে শোনা একটা গল্প ছিল এ রকম- তাঁর নিজের ভাষাতেই বলি :
এখন যে রকম নানা ধরনের স্কুল আছে- কোনটা বাংলা, কোনটা ইংরেজি, আমাদের সময় সে রকম কিছু ছিল না। দশ-বিশ মাইলের মধ্যে কোনো স্কুল খুঁজে পাওয়া যেত না। বেশিরভাগ মানুষ লেখাপড়াই করত না, লেখাপড়ারে কোনো দরকারও ছিল না। খুব যদি কারও লেখাপড়ার শখ হতো, সে কোনো মক্তব, না হয় মাদ্রাসায় পড়ত।
নিচে ও pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সায়েন্স-ফিকশন বইয়ের সাইজঃ 9.53 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন