ওঙ্কার – আহমদ ছফা pdf বই ডাউনলোড । আমাদের কিছু জমিজমা ছিলো। আমার বাবা নিজে করেননি। তিনি তাঁর বাবার কাছ থেকে পেয়েছিলেন। সম্পত্তির সঙ্গে একখানা মেজাজও তাঁকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিলো।
তাঁর তেজ বিশেষ ছিলো না, তবে ঝাঁঝটা ছিলো খুব কড়া রকমের। সময়টা বাবার জন্য যথেষ্ট ভালো ছিলো না। শহর বন্দর অফিস আদালত কলেকারখানায় ব্যক্তির আত্মসত্তা গরিমায় নিজের শোণিত উষ্ম রাখতে চেষ্টা করতেন। ঈষদু্ষ্ণ নয়, কিছুদিন রীতিমতো উষ্ণই রাখতে পেরেছিলেন।
তার কারণ, বাবা পিতৃপূরুষদের কাছ থেকে রক্তের মতো বিত্তও উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। সে জন্যে পূর্বপুরুষদের সঞ্চিত বিত্তে আত্মশোণিতের হিমোগ্লোবিন কণা উজ্জ্বল রাখতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু, হায়রে! কবে কেটে গেছে সে কালিদাসের কাল!
আমার বাবা যেভাবে দিনাতিপাত করতেন, তাকে কিছুতেই একজন সুস্থ মানুষের স্বাভাবিক জীবন ধারণ বলা যাবে না। তাঁর স্বপ্ন কল্পনা চিন্তা বাসনার বাগানে পিতৃপুরুষদের প্রেতাত্মারা দলে দলে হানা দিতো। এই প্রেতাত্মারাই তাঁকে ঘুম পাড়াতো , ঘুমের ভেতর স্বপ্ন দিতো, স্বপ্নে আতঙ্ক ছড়িয়ে দিতো এবং জাগরণে নেশাগ্রস্থ করতো। তিনি একজন নেশাগ্রস্ত মানুষের মতোই জীবন যাপন করতেন।
বলতে ভুলে গেছি । আচারে ব্যবহারে তিনি উগ্র রকমের পরহেজগার ছিলেন। তাঁর বিশেষ সংস্কার নিয়ে ঠাট্টা করবো অন্ততঃ তেমন কুসন্তান আমি নই। বাবা ধর্ম-পরায়ণ মানুষ ছিলেন। শরীয়তের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন। চূড়ান্ত দুঃখের দিনেও আল্লাহর ওপর ভরসা করে নির্বিকার থাকতে পারতেন।
আরও দেখুনঃ অ্যাক্রস দ্য পিরেনীজ pdf বই ডাউনলোড আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড
অতি ছোটো বয়সে তাঁকে হাতীর দাঁতে খোদাই করা ব্যক্তিত্বের অনুপম স্তম্ভ মনে করতাম। এখন বুদ্ধি বিবেচনা পেকেছে। দুনিয়াদারীর যাবতীয় বস্তু বিবেচনা করে ভেতরেরর ব্যাপার জানার মতো দুঃসাহসী হয়ে উঠেছে চেতনা। জনকের কাঠিন্যমণ্ডিত বয়েসী ছবিটি স্মরণে এলেই কেনো বলতে পারবো না, শরীরের আঁকে বাঁকে ঢেউ খেলে একটা ধ্বনি চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রাণময় হয়ে ওঠে। পশু-পবিত্র পশু।
হাঁ তিনি পবিত্র পশুই ছিলেন। আর তার পূর্বপুরুষেরা ছিলেন যথার্থ পশু। এক সময়ে মদে মেয়ে মানুষে আমাদের সে তল্লাট উজাগর রেখেছিলেন। তার ক্ষীণ প্রতিধ্বনি অতীত যুগের পরিধি পেরিয়ে আমার কানে বহু দূরাগত বাদ্যের আওয়াজের মতো রণিত হয়নি গুঞ্জন। ক্ষুদার্ত মানুষের কর্কশ আর্ত চীৎকার শুনেছি।
নিচে ওঙ্কার – আহমদ ছফা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ স্টুডেন্ট ওয়েজ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 10.1 MB প্রকাশ সালঃ 1993 ইং বইয়ের লেখকঃ আহমদ ছফা
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন