এসপিওনাজ pdf বই ডাউনলোড । মতিঝিল বাণিজ্যিক এলাকার বিশাল এক সাততলা ভবনের সামনে এসে দাঁড়াল ক্যাপ্টেন আতিকুল্লার জীপ। পাশের সীট থেকে চামড়ার কালো ব্রিফকেসটা বাম হতে খামচে ধরে প্রকাণ্ড ধিড় নিয়ে লাফিয়ে নামল সে নিচে, তারপর লম্বা পা ফেলে একেকবারে তিন ধাপ করে ডিঙিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল লাউঞ্জে।
সামনেই সবার ব্যাবহারের জন্যে প্রশস্ত সিঁড়ি এবং তার পাশে পাশাপাশি দুটো এলিভেটর। সেদিকে না গিয়ে লাউঞ্জের ডান পাশে ‘প্রাইভেট’ লেখা একটা এলিভেটরের দিকে এগাল ক্যাপ্টেন। লিফটের পাশে দাঁড়ানো সিভিল ড্রেস পরা আপাতদৃষ্টিতে নিরস্ত্র সেন্ট্রির শিরদাঁড়া সোজা হয়ে গেল, নিজের অজান্তেই ঠুক করে জুতোর গোড়ালি দুটোয় মৃদু শব্দ করল। সামান্য একটু মাথা ঝাঁকাল ক্যাপ্টেন আতিকুল্লাহ। বাক্য বিনিময় হলো না।
লিফটে চড়ে একটা বোতাম টিপতেই সিাজা উঠে এল সেটা সাততলায়। লিফট থেকে বেরোলেই সিকিউরিটি চেকপোস্ট। বিনা বাক্য ব্যায়ে মাথার উপর হাত তুলে দাঁড়াল আতিকুল্লাহ। একজন বসে রইল গম্ভীর মুখে, দ্বিতীয়জন খরো সার্চ করল ওকে, রিভলভারটা জমা নিয়ে রিসিট লিখে দিল, তারপর হাসল। মৃদু হেসে মাথাটা সামান্য একটু ঝাঁকিয়ে রওনা হয়ে গেল আতিকুল্লাহ করিডর ধরে। ডান ধারের সাতটা দরজা ছেড়ে ঢুকে পড়ল অষ্টম দরজা দিয়ে।
আরও দেখুনঃ তিন শত্রু pdf বই ডাউনলোড গুপ্তহত্যা pdf বই ডাউনলোড
‘কি খবর?’ টাইপ করছিল পারভিন, চোখ তুলেই হাসল। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চীফ অ্যাডমিনিস্ট্রেটরের পার্সোনাল সেক্রেটারি সে। মিস্। বয়স তেই থেকে পঁচিশের মধ্যে। নতুন সেকশন ‘ই’, অর্থাৎ একজিকিউশনেব হেড এই ক্যাপ্টেন আতিকুল্লাকে ভারি পছন্দ তার।
যেমন তাগড়া চেহারা, তেমনি স্মার্ট, তেমনি নিখুঁত কাজ। সবচেয়ে বড় কথা, সৎ। অন্যান্য এজেন্টদের মত বিদেশে যেতে হয় না একে, লোকজন দেয়া হয়েছে, প্রচুর ক্ষমতা দেয় হয়েছে, ঢাকায় বসে অপারেট করে সে বাংলাদেশের অভ্যন্তরে। এই ধরেনের স্থিতিশীল লোকই পছন্দ করে পারভিন, মিষ্টি হাসিতে তাই তার আমন্ত্রণের আভাস।
‘বস আছে ঘরে?’ ভুরু নাচিয়ে প্রশ্ন করল আতিকুল্লাহ।
থাকবে না আবারর। গত তিনটে বছরৈ একটা দিনও তো ছুটি নিতে দেখলাম না। আমিও সমান তালে কমপিটিশন দিয়ে চলেছি-দেখি কে জেতে কে হারে।
নিচে এসপিওনাজ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 8.5 MB প্রকাশ সালঃ 1975 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন