এবং ইনকুইজিশন pdf বই ডাউনলোড । গোড়াতেই একটা প্রতর্কযোগ্য কথা পেড়ে ফেলা যাক। মানুষের প্রথম ও আদিম, সমস্ত ধর্মাচর্যাই আসলে তন্ত্র। এ হল মানবসভ্যতার সেই ধূসর অতিতের কথা, যখন দেবতাদেরও জন্ম হয়নি; তারা তখনো ভবিষ্যতের গর্ভে অপেক্ষমান। কতদিনে মানুষ প্রকৃতির আশ্চর্য এবং অবোধ্য ঘটনাবলীর পশ্চাতে দেবতার ক্রিয়া আবিষ্কার করবে।
বৃষ্টি হয় ইন্দ্রের ইচ্ছায়, সে কথা তখনো ভাবেনি কোনো মানুষ। তার আগেই সে ভেবে ফেলে – এই নরদেহ, আর এই প্রকৃতি মাতা – এর মধ্যেই নিহিত আছে ব্রহ্মাণ্ডের সকল নিগূঢ়তম রহস্যের চাবিকাঠি। সৃষ্টিতত্ত্বীয় জিজ্ঞাসার উত্তরসমূহ লুকিয়ে আছে এরই মধ্যে; কেন না উভয়ই নূতনের জন্ম দেয়।
বৃক্ষ থেকে আর একটি বৃক্ষ, মানুষ থেকে আর একটি মানবপ্রাণের সৃষ্টি হয়। কাজেই, এই উচ্চকিত প্রশ্নের উত্তর বাইরে নয়, এই দেহের ভিতরেই খুঁজতে হবে। আর এইভাবেই সৃষ্টি হয়েছিল তন্ত্রের আদি ধারণাগুলির।
পরবর্তীতে অবশ্য ক্রমে নবজাত দেবতাগণ অধিকার করে নিলেন। তন্ত্রের সাম্রাজ্যও। শিবকে যে ‘যোগীকুলধ্যেয় যোগী’ বলা হয় – তা এক গুরুত্বপূর্ণ বাঁক। কারণ তিনিও, হ্যাঁ, দেবাদিদেব মাহাদেবকেও আমরা দেখি সাধনা করতে; আর তিনিও ‘শরীরমধ্যস্থ বায়ূসকলকে নিরুদ্ধ করে ধ্যানাসনে ছিলেন; ফলে তাঁকে বর্ষণাড়ম্বর-শূন্য মেঘ, তরঙ্গহীন সরোবর এবং বায়ুহীন স্থানে রক্ষিত নিষ্কপ প্রদ্বীপশিখার মতো’ দেখাচ্ছিল।
আরও দেখুনঃ বিষ নিঃশ্বাস pdf বই ডাউনলোড বেসিক বাংলা হ্যাকিং শিখার pdf বই ডাউনলোড
সন্দেহ নেই, শিবকেও সাধনা করতে হয় কোনো এক অবিনশ্বরকে নিজের মধ্যে উপলদ্ধি করার জন্য। স্পষ্টত, আর্যদের চেনা যজ্ঞস্থলী থেকে বহু যোজন দূরে এই সাধনার অবস্থান। আর ঠিক এই কারণেই বেদপূজক সনাতন ধর্ম, বেদনিন্দাকারী বৌদ্ধ, কৃষ্ণপূজক বৈষ্ণব, বা অন্য যে কোন ধর্মের পক্ষেই সহজ হয়েছে তন্ত্রের মূলটুকু আত্মসাৎ করে তাকে আপন ধর্মের অনুসারী করে নেওয়া।
এখানেই লুকিয়ে আছে তন্ত্রের দিগবিজয়ী হয়ে ওঠার এবং বিস্মৃত অতীত থেকে একেবারে আজকের দিন পর্যন্ত সগৌরবে টিকে থাকার মূল কারণ।
কৃষ্ণানন্দ আগমবাগীশ একজন ঐতিহাসিক পুরুষ। অভীক সরকার তাঁকে পুনরুদ্ধার করেছে বিস্মৃতির ভস্মাধার থেকে এবং নূতন জীবন দান করেছে।
এগ্রন্থে যে চারটি কাহিনি আছে – তা একই সঙ্গে সমকালের এবং চিরকালের; কারণ তন্ত্র এ বইয়ের আধার হলেও উদ্দেশ্য নয়। শেষ পর্যন্ত প্রতিটি আখ্যানই শাশ্বত মানবের, চিরন্তন মনুষ্যত্বের সংকটের এবং সেই সংকট থেকে উত্তরণের ইতিকথা।
নিচে এবং ইনকুইজিশন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দ্য কাফে টেবল বইয়ের ধরণঃ বস্তুবাদী জ্ঞানভিত্তিক বইয়ের সাইজঃ 163 MB প্রকাশ সালঃ 2018 ইং বইয়ের লেখকঃ অভীক সরকার
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন