এটম বোমার ইতিবৃত্ত pdf বই ডাউনলোড । ১৯০৫ খৃষ্টাব্দে আলবার্ট আইনস্টাইন নামে স্থইস পেটেন্ট অফিসের একজন অজ্ঞাতনামা কর্মচারী মানুষের চিন্তার জগতে কয়োটি বৈপ্লবিক ধারণার আমদানি করেছিলেন। এই ধারণাগুলির একটি ছিল : ভর ও শক্তির বিনিময়তা। এই ধারণাটি তিনি প্রকাশ করেছিলেন একটি পরিচ্ছন্ন সমীকরণের সাহায্য়ে। তাঁর সেই বিখ্যাত সমীকরণটি হল, E=mc2। E দ্বারা বোঝান হয়েছে শক্তি, m দ্বারা ভর এবং c দ্বারা প্রতি সেকেন্ডে আলোর বেগ।
ভাষায় প্রকাশ করলে সমীকরণটির অর্থ হ’ল, পদার্থের ভরকে আলোর বেগের বর্গ দ্বারা গুণ করলে যে শক্তি পাওয়া যায় সেটাই হল ঐ পরিমাণ পদার্থের আবদ্ধ শক্তি। আমরা জানি যে আলো বেগ প্রতি সেকেণ্ডে ৩০ কোটি মিটার ( ১,৮৬,০০০ মাইল )।সুতরাং সামান্য পরিমাণ পদার্থকেও যদি ৩০ কোটির বর্গ দিয়ে গুণ করা হয় তাহলে যে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটার হিসাব বের করা খুব কঠিন নয়।
হিসাবটা সহজ হলেও কাজটা খুবই দুরূহ। ১৯০৫ খৃষ্টাব্দে আইনস্টাইনের ঐ সমীকরণটির ব্যবহরিক গুরুত্ব ছিল অতি সামান্যই। কারণ পদার্থকে শক্তিতে রূপান্তরিত করার কৌশল তখনও মানুষের অজ্ঞাত। পদার্থের গঠন সম্বন্ধে তখনও পর্যন্ত তার ধারণা খুবই অস্বচ্ছ। পদার্থ আসলে কি? তার গঠন কি পারমাণবিক না অবিচ্ছিন্ন?
আরও দেখুনঃ ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান pdf বই ডাউনলোড মহাকাশের কথা pdf বই ডাউনলোড
দুই হাজার বছর আগে গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণুর ধারণা প্রবর্তন করেছিলেন। ইংরেজী atom এর প্রতিশব্দ পরমাণ। এই atom শব্দটি আবার গ্রীত atomos শব্দ থেকে উদ্ভূত। শব্দটির অর্থ এমন জিনিস যা অবিভাজ্য। ডেমোক্রিটাসের মতে ‘পৃথিবীতে একমাত্র বিদ্যমান পদার্থ হলো পরমাণু এবং শূণ্যস্থান; আর সবকিছু অভিমত মাত্র।
’কিন্তু গ্রীক দার্শনিক ও পণ্ডিত এরিস্টোটলের প্রভাব তখন তুঙ্গে। তাঁর প্রভাব ডেমোক্রিটাস ও তাঁর সমধর্মী পরমাণুবিদদের তত্ত্বকে আচ্ছন্ন করে ফেলেছিল। মাটি, পানি, বায়ু ও অগ্নি—এই চারটি আদিযুগীয় মৌলের সমন্বয়ে পৃথিবীটা তৈরী হয়েছে বলে এরিস্টোটল তার মতবাদ প্রকাশ করেছিলেন।
প্রায় ছ’হাজার বছর এরিস্টেটলের এই ভ্রান্ত ধারণা মানুষের মনোজগতকে আচ্ছন্ন করে রেখেছিল। উনবিংশ শতাব্দিতে জন ঢ্যালটন পদার্থের পারমাণিবিক গঠনের ধারণাকে পুনরুজ্জীবিত করেন। অবশ্য তার সমালোচকের অভাব ছিল না।
নিচে এটম বোমার ইতিবৃত্ত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 2.55 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন