একুশ বছর বয়সে pdf বই ডাউনলোড । – হ্যালো, মাসীমা বলছেন? মাসীমা, আমি পিয়া-বাবুজীর মাস্টারমশাই।
– হ্যাঁ, কী ব্যাপার? বলুন —
মাসীমা, আমি আমাদের পাশের বাড়ি থেকে ফোন করছি, আমার হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
– অ্যাঁ তাই নাকি? কী হয়েছে? ওঃ, আজকাল চারিদিকে যা হচ্ছে না। এত সব খারাপ খারাপ খবর শুনছি– কী হয়েছে আপনার?
– সেরকম কিছু না। মানে, আমার বইয়ের আলমারিটা হঠাৎ উল্টে পড়ে গিয়ে–
– মাথায় লেগেছে?
– না। মাথায় না। ঠিক সময় মাথাটা সরিয়ে নিয়েছিলাম, আমার পায়ের ওপর।
– উঃ! ভেঙে গেছে? কম্পাউণ্ড ফ্র্যাকচার?
– না, এমনই, খুব ব্যথা।
– এক্স-রে করিয়েছেন? করান নি? আপনি কি পাগল? এই সব ব্যপারে দু’ একদিন নেগলেক্ট – করলেই – কোন ডাক্তার।
– আমাদের পাড়ার ডাক্তার দেখিয়েছেন?
আরও দেখুনঃ প্রজাপতি pdf বই ডাউনলোড পথের পাঁচালি pdf বই ডাউনলোড
– নর্থ ক্যালকাটায় ভালো ডাক্তার আছে? ইয়ে, না, আছে নিশ্চয়ই, শুনুন, আমার মাসতুতো ভাই ছোটকু খুব বড় ডাক্তার, ঐ যে পি জি’র ডাঃ এস সি চ্যাটার্জি, মেডিসিনের হেড অফ দা ডিপার্টমেন্ট -ওকে দেখাবেন? ছোট্কুকে বলে দেবো আপনার বাড়ি যেতে?
– না, না, মাসীমা, সেরকম কিছু ব্যাপার নয়, আমার ধারণা শুধু মচকে গেছে, তিন চারদিন রেস্ট নিলেই।
– একদম বাড়ি থেকে বেরুবেন না! কোন্ পা?
– ইয়ে….ডান পা।
– উফ, খুব লেগেছিল নিশ্চয়ই? শুনুন, ঐ ডান পায়ের ওপর কোনো রকম স্ট্রেইন যেন না পড়ে…আমার ছোটকাকার ছেলে বাবলু, এখন ফিনান্সের সেক্রেটারি, ও ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে পা ঐ রকম ভেঙেছিল, তখন ভালো করে চিকিৎসা করে নি, এতদিন পর সেখানে ব্যথা শুরু হয়েছে…আপনি প্লাস্টার করিয়েছেন?
– না, মাসীমা, প্লাস্টার বোধ হয় করতে হবে না, ব্যাণ্ডেজ বেঁধে রেখেছি….তাহলে তিন-চারদিন তো যেতে পারছি না-
– তিন-চারদিনে সারে কখনো? অন্তত সাতদিন কমপ্লিট রেস্ট, শুনুন, আমার কথা শুনুন, একদম নেগলেক্ট করবেন না, পরে ওর থেকে যে কী হয়….।
– মাসীমা, পিয়াকে বলে দেবেন, ওকে হোম-ওয়ার্ক দিয়ে এসেছি, যেন করে রাখে, আমি যদি চার-পাঁচদিন পরে যাই, তখন দেখবো। আর বাবুজীকে বলবেন ‘মেঘনাদ বধ’ তেকে যেন আরও এক পাতা মুখস্থ করে–
নিচে একুশ বছর বয়সে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.73 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন