একি কান্ড pdf বই ডাউনলোড । টুকুনের কথা কেউ বিশ্বাস করে না। টুকুন কিছু বলতে গেলেই তাঁর মা চোখ বড় বড় করে বলেন, আবার? আবার? চুপ কর বললাম কিছু শুনতে চাচ্ছি না।
টুকুন করুণ গলায় বলে, শুনতে চাচ্ছ না কেন মা?
টুকুনের মা বিরক্ত গলায় বলেন তোমার বানানো গল্প শুনে কান ঝালাপালা হয়েছে। এই জন্যেই শুনতে চাচ্ছি না।
টুকুনের বাবা এতটা নির্দয় নন। তিনি গম্ভীর মুখে কিছুক্ষণ ছেলের কথা শুনে দুঃখিত গলায় বলেন কেন বানিয়ে বানিয়ে কথা বলছ?
টুকুন যদি বলে, বানিয়ে বলছি না তো বাবা। সবই সত্যি।
তখন তার বাবা আরো গম্ভীর হয়ে যান। থেমে থেমে বলেন, তুমি বলতে চাচ্ছ একটা কাক এসে তোমার সাথে গল্প করে?
‘হুঁ। জানালার রেলিং-এ এসে বসে, তারপর গল্প করে।’
‘কি গল্প?’
‘নানান ধরনের গল্প।’
‘আমি কিন্তু এখন পর্যন্ত তোমার সেই কাককে দেখিনি।’
‘তোমরা যখন আশে পাশে থাক তখন তো সে আসে না।’
‘সে কখন আসে?’
‘আমি যখন পড়তে বসি তখন আসে। খুব ডিসটার্ব করে।’
‘কি ভাবে ডিসটার্ব করে? পড়া জিজ্ঞেস করে?’
‘মাঝে মাঝে করে। মাঝে মাঝে আমার পড়া নিয়ে হাসাহাসি করে।’
‘পড়া নিয়ে হাসাহাসিও করে?’
‘হ্যাঁ করে। ঐদিন বলল, টুকুন ভুটানের রাজধানী যেন কি বললে?
আমি বললাম, থিম্পু। কাকটা বলল, লজ্জাকর একটা নাম। শুরু হয়েছে থ দিয়ে। থ দিয়ে কি হয়–থু থু। ভুটানের রাজধানীর নাম হওয়া উচিত কিম্পু। কিম্পু শুরু হয়ে ‘ক’দিয়ে। ক হচ্ছে সবচে’ ভাল অক্ষর কারণ কাক শুরু ‘ক’ দিয়ে।’
‘তোমাকে সে বলল?’
‘জ্বি বাবা।’
‘আচ্ছা, এখন চুপ করে আমার সামনে বস। আমি তোমাকে দু’একটা কথা বলব। শান্ত হয়ে বস। নড়চড় করবে না। পেনসিলটা নিয়ে একম করছ কেন? ঝোঁচা খাবে। পেন্সিল টেবিলের উপর রাখ। পা িএমনভাবে নাড়াচ্ছ কেন? তুমি তো ফুটবল খেলছ না, বসে আছ।
আরও দেখুনঃ আপেক্ষিকতা pdf বই ডাউনলোড একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই
টুকুন ভদ্র হয়ে বসল। তার বাবা রশিদ সাহেব, টুকুনের মা এবং টুকুনের ছোট বোনকে ডাকতে গেলেন। টুকুনের ছোটবোনের নাম মৃদুলা।
নিচে একি কান্ড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.86 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now