ঋণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই ডাউনলোড । আপনার নাম?
মিঠু মিত্র।
বাবার নাম?
স্বর্গত পিনাকী মিত্র।
আপনার কোনও পোশাকি নাম আছে?
না, আমার একটাই নাম।
বয়স?
তেত্রিশ বছর।
ঠিকানা?
এই ফ্ল্যাটেই আমার ঠিকানা।
এই ফ্ল্যাট ছাড়া আপনার আর কোনও বাড়ি নেই?
আছে। কৃষ্ণনগরে। আমার বাবা করেছিলেন। কিন্তু সেটা ভাড়াটেদের দখলে। তার ভাড়াও দেয় না।
বাড়ির ট্যাক্স কে দেয়?
আমিই দিই।
আপনি কোথায় চাকরি করেন?
এলাহাবাদ ব্যাঙ্কে।
ব্রাঞ্চ?
রসা রোড।
কী চাকরি করেন?
অ্যাকাউন্টস অফিসার।
কতদিন চাকরি করছেন?
প্রায় দশ বছর।
একই ব্রাঞ্চে?
না। তিনটে ব্রাঞ্চে ঘুরে ফিরে।
আপনার ম্যারিটাল স্ট্যাটাস?
সিঙ্গল।
কখনও বিয়ে হয়েছিল?
হয়েছিল।
কার সঙ্গে।
মিতালি ঘোষ। ডিভোর্স হেয় গেছে।
বিয়েটা ভেঙে গেল কেন?
মিতালি আামকে পছন্দ করত না।
কেন করতেন না?
সেটা তারই জানার কথা।
অপছন্দের কথাটা তিনি কবে প্রকাশ করেন?
বিয়ের রাতেই।
অপছন্দ হলে তিনি আপনাকে বিয়ে করলেন কেন?
আমাদের বিয়েটা কিছুটা অ্যাকসিডেন্টাল।
কী রকম?
ওর বাবা বরুণ ঘোষের লাং ক্যান্সার হয়েচে বেল একজন বড় ডাক্তার সন্দেহ প্রকাশ করেন। মিতালি তাঁর একমাত্র সন্তান, তিনি বিপত্নীক ছিলেন। সুতরাং তিনি খুব তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। হাতের কাছে আমাকে পেয়ে আমার সঙ্গেই বিয়ে দেন।
করুণ ঘোষের সঙ্গে আপনার বিয়ের আগে পরিচয় ছিল?
সামান্য ছিল। আমার ব্রাঞ্চে ওঁর অ্যাকাউন্ট ছিল। প্রায়িই আসতেন। আমি তখন ক্যাশে বসতাম। সেই সূত্রেই পরিচয়।
আরও দেখুনঃ অ্যাক্রস দ্য পিরেনীজ pdf বই ডাউনলোড আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড
মেয়ের বিয়ে দেওয়ার পক্ষে পরিচয়টা যথেষ্ট নয় কিন্তু।
সেটা আমি অস্বীকার করছি না।
বরুণ ঘোষ কি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
হ্যাঁ।
আপনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান?
না। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। উনি ওঁর অসুখের কথা বলে আমাকে রাজি করান।
কিন্তু আমরা যতদূর জানি বরুণ ঘোষের ক্যান্সার হয়নি।
না। সেটা পরে ধরা পড়ে। কিন্তু তখন ক্যান্সা রহয়েছে বলেই তাঁর দৃড় বিশ্বাস ছিল।
দেখুন, আমরা পুলিশের লোক। সহজ সরলভাবে কোনও কথা বিশ্বাস করি না। আমাদের কাছে খবর আছে, বিয়ের ব্যাপারে আপনারই আগ্রহ ছিল বেশি। কারণ বরুণ ঘোষের টাকা এবং বিষয়সম্পত্তি।
নিচে ঋণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.19 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন