উত্তরায়ন pdf বই ডাউনলোড। সুকুমার মৃত্যুর মধ্যে অবগাহন করে এসে এক নবজীবনের সামনে মুখোমুখি হয়ে বসল। কী ভীষণ! এতদুরে চলে এসেছে, তবু তার কল্লোল যায় শোনা। ডাক্টার, তবুও তার করাল রূপ সহ্য করতে পারলে না, কর্তব্যহানি হচ্ছে জেনেও চলে এল।
কিন্তু এই ধ্বনি-তান্ডব থেকে কি করে রক্ষা পায়? ওর মনে হয় পৃথিবীর যে প্রান্তেই উঠুক, কালের যে সীমান্তেই এ থেকে ওর মুক্তি নেই; যে আর্তনাদ আজকের আকাশ এমন ভাবে মথিত করছে তা ওর জীবনের আকাশে ও চিরায়ু হয়ে রইল। দৃশ্যটাও ঘুরে ফিরে আসছে মনের পটে, যতই ঠেলে রাখবার চেষ্টা করুক না কেন।
আরও বই দেখুনঃ
- বসন্তে pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- দুই বোন pdf বই ডাউনলোড
- অপেক্ষা pdf বই ডাউনলোড
- শুকতারার ১০১ ভূতের গল্প pdf বই ডাউনলোড
খালিকটা আগে থেকৈ বেশি স্পষ্ট, অর্থাৎ ঘটনাটুকুর সঙ্গে যে অংশটার বেশি সম্বন্ধ। আসানসোলে ঘুমটা পাতলা হয়ে গেল। এ একজন উঠল গাড়িতে সুকুমার জড়িতকন্ঠে প্রশ্ন করলে কোন স্টেশন? আসানসোল। আসানসোল? টাইমে এল? না একঘন্টা লেট। বেডে গেল! বর্ধমানে ছিল তিন কোয়ার্টার। আজ একটা কান্ড না করে।
হাওড়াতে দেড়ি মিনিট দেরি হয়ে যায়; ড্রাইভারটা ইয়ার্ড থেকে বেরিয়েই প্রাণপণ চেষ্টা করিয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড, ফাকাঁ লাইন, তবুও কিন্ত কবারই সিগন্যালের প্রতিকুলতা গেল। মত্ত বেগে ছুটে আসতে আসতে ইঞ্চিনটা পাখার লাল আলোর সামনে নিরুপায়ভাবে দাড়িয়ে পড়ে আর গর্জীয়।
যাত্রীদের পর্যন্ত কেমন একটা গতির নেশা লেগেছে, মুখ বাড়িয়ে থাকা উৎসুক দৃষ্টিতে অন্ধকার আকাশের গায়ে লালটা নিভে গিয়ে পাখাব নীলটা জেগে ওঠে. গাডি চলতে আরম্ভ করে, একটু খানির মধ্যেই আবার সেই অন্ধকার গতিবেগ, স্টেশনের পর স্টেশন ছিটকে পেছনে বেরিয়ে যাচ্ছে, দেবির ওপর দেরি করিয়ে এরা সব যেন ইঞ্জিনটাকে দিয়েছে ক্ষেপিয়ে; গাড়ি দুলে দুলে উঠছে, চাকাগুলো মনে হয় লাইল ছেড়ে উঠে পড়ল।
তারপর পাগলামি যখন চরমে উঠে এসেছে , আবার লাল আলো; ক্ষিপ্ত কন্ঠে অভিশাপ দিতে দিতে ইঞ্চিনটা মাঠের মধ্যে থেমে পড়ল। একজন বন্ধু বয়সের দুর্বলতাতেই গোড়ায় একটু ঘুমিয়ে পড়েছিলেন জেগে উঠে বেশ একটু অস্বস্তির সঙ্গেই গুটিসুটি মেরে বসে আছেন। বইটি যদি পড়ে ভালো লাগে তাহলে ডাউনলোড কর সম্পুর্ণ পড়ার অনুরোধ ।
নিচে উত্তরায়ন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 12.9 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন