Sunday, October 19, 2025
Homeউপন্যাসঈগলের চোখ pdf বই ডাউনলোড

ঈগলের চোখ pdf বই ডাউনলোড

ঈগলের চোখ pdf বই ডাউনলোড । স্যার, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ডিসিপ্লিন ব্যাপারটা আমার ধাতেই নেই। কিছুদিন দিব্যি রুটিন ফলো করতে পারি। সকালে ওঠা দাঁত মাজা, দাড়ি কামানো, স্নান, বাটার টোস্ট আর ডিম দিয়ৈ ব্রেকফাস্ট, পোশাক পরে তৈরী হয়ে ব্রিফকেস নিয়ে বউকে একটা আলতো চুমু খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়া–এসব মাসখানেক দিব্যি পারি।

তারপরই আমার অস্থিরতা আসে। সাঙ্ঘাতিক অস্থিরতা। মনে হয় এইসব রুটিন আমার গলা কেঠে ফেলছে, হাত-পায়ে দড়ি পরাচ্ছে, একটা নিরেট দেয়ালে ঠেসে ধরছে আমাকে। আমার তখন ভীষণ কষ্ট হয়। পাগল-পাগর লাগে।

আর তখনই আমি আমার কয়েকজন মার্কামারা পুরোনো বন্ধুকে খবর পাঠাই। তারা ভালো লোক নয় ঠিকই, তবে বন্ধু হিসেবে খুব, খুব বিশ্বস্ত। খবর পেলেই তারা এসে হাজির হয়ে যায় আর আমি তাদের সঙ্গে বেরিয়ে পড়ি। উধাও হয়ে যাই। কাঁহা কাঁহা মুল্লুক চলে যাই। বেশিরভাগই হয় আদিবাসী ভিলেজ, নয়তো কোনও খনি এলাকা, ডক অঞ্চল।

অর্থাৎ যেখানে ভদ্র-লোকরা থাকে না। চোলাই খাই, জুয়া খেলি, ভাড়াটে মেয়েদের সঙ্গে শুই। হয়তো এসব খুব খারাপ কাজ স্যার, কিন্তু ওইরকম বেপরোয়া বেহিসেবী পাগলাটে মর‌্যালিটিহীন কিছুটা সময় কাটালেই আমার অস্থিরতা চলে যায়।

আরও দেখুনঃ
দ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড
হলুদ বসন্ত pdf বই ডাউনলোড

তখন কি ফিরে আসেন?
হ্যাঁ স্যার। দহয়তো এক মাস বা দেড় মাস কিংবা দিন দশ-পনেরো ওইরকম বাঁধনছাড়া জীবন কাটাতো না পারলে আমাকে সুইসাইড করতে হত।

আমাদের কাছে যা খবর আছে তাতে আপনার পাঁচজন বন্ধুর মধ্যে রাজ শেঠ আর নিমু কর্মকার ডেঞ্জারস ক্রিমিনাল। তা কি জানেন?

ওরা আমার আজকের বন্ধু নয় স্যার। ছেলেবেলা থেকে আমরা প্রায় একসঙ্গে বড় হয়েছি। ওদের সব জানি স্যার। রাজু খুব অ্যাগ্রেসিভ টাইপের। নিমু একটু চুপচাপ কিন্তু একরোখা। হ্যাঁ স্যার, আপনার ইনফর্মেশনে কোনও ভুল নেই।

প্রবাল, শতরূপ আর নন্দনও খুব ভালো লোক নয়।

স্যার, আমরা কেউ ভালো লোক বলে দাবি করছি না। আর ওই বন্ধুদের সঙ্গে বছরে দু-তিনবারই আমার দেখা হয়। যখন আমরা উইকেড অ্যাডভেঞ্চারে যাই।নইলে কে কি করে তা নিয়ে আর কেউ তেমন মাথা ঘামায় না।

নিচে ঈগলের চোখ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ঈগলের চোখ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 5.81 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site