ইরন জাফর ইকবাল pdf বই ডাউনলোড । ইরন দীর্ঘসময় থেকে সমুদ্রের তীরে নির্জণ বিস্তৃত বালুবেলায় একাকী বসে আছে। তার মন বিশণ্ণ, বিষণ্নতার ঠিক কারণটি জানা নেই বেল এক ধরনের অস্থিরতা তার মনকে অশান্তা করে রেখেছে। ইরন অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকায়-একটা ভাঙা চাঁধ মেঘের আড়াল থেকে বের হওয়ার মিথ্যে চেষ্টা করে আবার মেঘের আড়াল হয়ে গেল।
মেঘে ঢাকা চাঁদের কোমল আলোতে চোখের রেটিনায় বর্ণ অসংবেদী রড-গুলো কাজ করছে-তাই চারদিক আবছা এবং ধূসর। মধ্যরাত্রিতে নির্জন বালুবেলায় সামনের বিস্তৃত নিস্তরঙ্গ সমুদ্রটিকে একটি অতিপ্রাকৃতিক দৃশ।য বলে মনে হয়। ইরনের পিছনে দূর্ঘ ঝাউগাছ, সমুদ্রের নোনা ভেজা হাওয়ায় সেগুলো দীর্ঘশ্বাসের মতো শব্দ কেরছে। হাহাকারের মতো সেই শব্দ শুনলেই বুকের মাঝে বিচিত্র এক ধলনের শূন্যতা এসে ভর করে।
ইরন তার বুকের মাঝে দুর্বোধ্য সেই শূন্যতা নিয়ে নিজের হাঁটুর উপর মাথঅ রেখে নিঃশব্দে বসেন থাকে। হঠাৎ করে সে বুঝতে পারে সে বড় নিঃসঙ্গ এবং বড় একাকী। তার বুকের ভিতরে যে বিশণ্নতা তার সাথে সে পরিচিত নয়, যে হাতাশা তার মুখোমুখি হওয়ার সাহস নেই।
আরও দেখুনঃ দানব জাফর ইকবাল pdf বই ডাউনলোড বিবর্ণ তুষার pdf বই ডাউনলোড
অথচ এ রকমটি হওয়ার কথা ছিল না। ইরন সুদর্শন , সুস্থ, সবল, নীরোগ একজন পুরুষ, তার বয়স মাত্র সাতাশ, এ রকম বয়সে একজন মানুষ দীর্ঘ প্রস্তুতির পর প্রথমবার সত্যিকার জীবনে প্রবেশ করে। নিজে দায়িত্ব বুঝে নেয়, নেতৃত্ব দেওয়া শুরু করে, আশপাশে অন্য মানুষেরা তার চিন্তা-ভাবনা-সিদ্ধান্তের ওপর নির্ভর করতে শুরু করে, মেধাবী এবং পরিশ্রমী মানুষ ছিল।
তার ভিতরে তীক্ষ্ণ এক ধরনের সৃজনশীলতা ছিল, জীবনকে ভালবাসার ক্ষমতা ছিল, উপভোগ করার আগ্রহ ছিল। সবচেয়ে বড় কথা তার সাফল্যের কাছাকাছিল পৌঁছে গিয়েছিল। তারপর হঠাৎ করে কেমন জানি সবকিছু ওলটপালট হয়ে গেল। এক বছরের মাথায় তার যা-কিছু অর্জন সবকিছু যেন ভয়ঙ্কর ব্যার্থতা হয়ে তার কাছে ফিরে এল।
সে কিছুতেই হিসাবটি মিলাতে পারে না, কেন তার ভাগ্য হঠাৎ করে তার বিরুদ্ধে কাজ করার জন্য পণ করে ফেলেছে, প্রতিটি পদক্ষেপ হঠাৎ করে ভুল হতে শুরু করেছে। প্রতিটি সিদ্ধান্ত ছেলেমানুষি হাস্যকর ব্যর্থতা হয়ে তাকে উপহাস করতে শুরু করেছে।
নিচে ইরন জাফর ইকবাল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 13.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন