আরো একটুখানি বিজ্ঞান pdf বই ডাউনলোড । কিছুদিন আগে আমার কাছে একটা ছোট ছেলে এসেছে, সে মুখ কাঁচুমাচু করে বলল তার মাথায় একটা বৈজ্ঞানিক আইডিয়া এসেছে সেটা সে আমাকে বলতে চায়।
ছেলেটি মুখ খোলার আগেই আমি বুঝে গেলাম “আইডিয়া”টি কী – কারণ আমি যখন তার বয়সী ছিলাম তখন আমার মাথাতেও এরকম “বৈজ্ঞানিক আইডিয়া” এসেছিল তবে আমি সাহস করে কাছো কাছে যেতে পারিনি। সে কী বলবে জানার পরও আমি তাকে পুরো ব্যাপারটা ব্যাখ্যঅ করতে দিলাম, একটা জেনারেটর আর একটা মোটর ব্যবহার করে সে অফুরন্ত শক্তি বের করে আনবে।
জেনারেটর ঘুরাবে মোটরকে, মোটর ঘুরাবে জেনারেটরকে এভাবে চলতেই থাকবে। পদার্থবিজ্ঞান পরিষ্কার করে বলে দিয়েছে শক্তিকে ব্যবহার করলে তার খানিকটা অপচয় হয়। তাই যেটুকু শক্তি দেওয়া হয় তার থেকে অনেক কম শক্তি ফেরত পাওয়া যায়। সেজন্যে কখনোই “অফুরন্ত শক্থি” বা “চির ঘূর্ণায়মান” যন্ত্র তৈরী করা যায় না। আমি ছোট ছেলেটাকে তার মতো করে বিষয়টা বুঝিয়ে দিলাম, সে ব্যাপারটা বুঝে খুশি হয়ে ফিরে গেলো।
মজার ব্যাপার হচ্ছে বড়রা ব্যাপারটা বুঝতে চায় না! একবার একজন বয়স্ক মানুষ এসে আমাকে একই ধরণের একটা “চির ঘূর্ণায়মান” যন্ত্রের কথা বলল। আমি তাকে বুঝিয়ে বললাম কেন এটা কাজ করবে না কিন্তু সে বুঝতে রাজি হলো না!
আরো একটুখানি বিজ্ঞান
তার ধারণা আমি একটু সাহায্য করলেই সে জগদ্বিখ্যাত বিজ্ঞানী হয়ে কোটি কোটি টাকা কামাই করতে থাকবে – আমি হিংসা করে তাকে নিরুৎসাহিত করছি! বাধ্য হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে কী তার একটা যন্ত্রের মডেল তৈরী করতে পারবে? মানুষটি বলল অবশ্যই পারবে, সেটা তৈরী করতে তার দরকার কয়েক ফিট প্লাষ্টিকের নল, দুটো পানির বোতল আর কিছু পানি।
আরও দেখুনঃ প্রবেশ নিষেধ pdf বই ডাউনলোড এসপিওনাজ pdf বই ডাউনলোড
আমি তাকে বললাম যে যদি তার মডেলটা তৈরী করে আনতে পারে তাহলে আমি তাকে নোবেল পুরস্কার, মিলিয়ন মিলিয়ন ডলার, তার সাথে বিবিসি, সি.এন.এন-এর সাক্ষাৎকারের সবকিছু ব্যবস্থা করে দিব।
মানুষটি উত্তেজিত ভঙ্গিতে তখনই বের হয়ে গেলো। দুই ঘন্টার মাঝে সে মডেলেটা তৈরী করে এনে আমাকে দেখাবে। দুই ঘন্টার পর আরো ছয় বছর পার হয়ে গেছে সেই মানুষটি তার নোবেল পুরুষ্কার পাওয়ার উপযোগী যন্ত্রের মডেল নিয়ে আর ফিরে আসেন নি।
কী কী করা যায় না সেটা জানা থাকা ভালো তাহলে সেটা করতে গিয়ে সময় নষ্ট হয় না। (কোনো কোণকে সমান তিনভাগে ভাগ করা যায় না, পাঁচ ঘাত সমীকরণ সমাধান করা যায় না, ঠিক সে রকম শক্তি না দিয়ে শক্তি ফিরে পাওয়া যায় না। )
নিচে আরো একটুখানি বিজ্ঞান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কাকলী প্রকাশনী বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 11.6 MB প্রকাশ সালঃ 2010 ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন