Friday, October 17, 2025
Homeউপন্যাসআরশিনগর pdf বই ডাউনলোড

আরশিনগর pdf বই ডাউনলোড

আরশিনগর pdf বই ডাউনলোড। ছেলেবেলার দীর্ঘসময়জুড়ে যে ভয়ঙ্কর নেশায় বুঁদ হয়ে ছিলাম, তার নাম ‘কেরছা’। কেরছা মানে, কেচ্ছা, কিস্সা বা গল্প। সেই কেরছা শোনার তেষ্টা এতটাই প্রবল এবং ভয়ানক ছিল যে শেষ অবধি বড়রা কেউই আর রাতে আমাকে সঙ্গে ঘুমাতে নিতে চাইতেন না। রাত জেগে ঘুম নষ্ট করে এই ‘কেরছা’ শোনানোর হ্যাপা কে সামলাবে! অনেকেই নানান ফন্দি-ফিকির করে পালাতে চাইতেন।

তবে সবচেয়ে বড় ফন্দিটা করতেন আমার মামা। তিনি তার কেচ্ছা শুরু করতেন বাঘ আর খরগোশের কাহিনী দিয়ে। সেই কাহিনীতে বাঘের ভয়ে খরগোশ গর্তে লুকিয়েছে। গর্ত থেকে খরগোশ আর বের হচ্ছে না। মামাও আর গল্প বলছেন না।

আরও বই দেখুনঃ

‘তারপর কী হলো’ জিজ্ঞেস করলেই মামা হাসিমুখে জবাব দেন, ‘কী করে বলব! খরগোশ তো এখনও গর্ত থেকেই বের হয়নি। গর্ত থেকে না বের হলে কীভাবে বলব!’ বলাই বাহুল্য, গল্পের সেই খরগোশ কদাচিৎ বের হতো! এমন নানান ‘কেরছাভঙ্গে’ শুরু হলো নিজেরই কেরছা বলার বয়স। অদ্ভুত ব্যাপার হলো, বাচ্চাকাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা কেরছা শুনিয়ে বসিয়ে রাখতে পারতাম। এবং সেইসব কেরছার বেশিরভাগই তাৎক্ষণিক মুখে মুখে বানানো।

তারাও চোখ বড় বড় করে মুগ্ধ হয়ে শুনত। একসময় আবিষ্কার করলাম, এই কেরছাগুলো যে আমার নিজের বানানো তা আমি ভুলে যাচ্ছি। অনেক দিন পর হঠাৎ হঠাৎ মনে হতো, ‘এই কেরছাটা কই যেন পড়েছি! কোন বইতে!’ কিংবা মনে হতো, ‘এই ঘটনাগুলো আমি কোথাও শুনেছি বা দেখেছি! এগুলো আমার বানানো না। এগুলো সত্যি! কী অদ্ভুত ব্যাপার, সত্যি এবং মিথ্যে (কল্পনা)গুলো কী বিস্ময়করভাবেই না এক হয়ে যেত! আসলে ঘটনা কী? আসলে ঘটনা কিছুই না।

ঘটনা হচ্ছে প্রতিটি মানুষের মনের ভেতর অজস্র জগৎ থাকে, সেই প্রতিটি জগতের নিয়ন্তা সে নিজে। সেখানে তার অবাধ স্বাধীনতা, অসীম শক্তি, অপার অনুভূতি । ‘আরশিনগর’ আমার বুকের ভেতরের তেমনি একটি জগতের ‘কেরছা’। যেই জগতের নিয়ন্তা আমি নিজে! অপার ক্ষমতা শুধুই আমার! কিন্তু আসলেই কি তাই!!

এই পর্যন্ত এসে মনে হলো, আসলেই কি তাই? আসলেই কি একজন লেখক হয়ে উঠতে পারেন তার গল্পের মহাপরাক্রমশালী নিয়ন্ত্রক! আসলেই কি তার সৃষ্ট চরিত্রগুলোকে, গল্পগুলোকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করার পরিপূর্ণ ক্ষমতা তার থাকে? নাকি কখনও কখনও কিছু চরিত্র, কিছু ঘটনা হয়ে ওঠে স্বাধীন। নিয়ন্ত্রণহীন। অবাধ্য। সদম্ভে করে চলে যায় লেখকের নিয়ন্ত্রণের বাইরে! হয়ে ওঠে স্বাধীন এক সত্তা? আমার কিন্তু তাই মনে হয়।

নিচে আরশিনগর pdf  বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

আরশিনগর pdf বই ডাউনলোড

বইয়ের প্রকাশকঃ   
বইয়ের ধরণঃ   উপন্যাস বিষয়ক 
বইয়ের সাইজঃ 12.5 MB 
প্রকাশ সালঃ  ২০১৫ সাল 
বইয়ের লেখকঃ    সাদাত হোসেইন 
অনুবাদকঃ  

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। 

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site