আরণ্যক pdf বই ডাউনলোড। সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়া ছিলাম। নিকটেই একটা বাদাম-গাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাগামগাছের সামনে ফোর্টের পরিখার ঢেউখেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়অর উত্তর সীমানায় স্বরস্বতী কুন্ডীর ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্ণের আওয়াজে সে ভ্রম ঘুচ্ছিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়।
কলিকাতা শহরের হৈ-চৈ কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটলিয়া বইহার কি আজমাবাদের সে অরণ্য-ভুভাগ, সে জ্যোৎস্না, সে তিতিরময়ী স্তব্ধ রাত্রি, ধু-ধু ঝাউবন আর কাশবনের চর , দিগ্বলয়লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীল-গাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খররৌদ্র-মধ্যাহেৃ স্বরস্বতী কুন্তীর জলের ধারে পিপাসার্থ বন্য মহিষ।
আরও বই দেখুনঃ
- আঙ্কেল টম স কেবিন pdf বই ডাউনলোড
- বিচারক pdf বই ডাউনলোড
- চতুরঙ্গ pdf বই ডাউনলোড
- ঝিকরগাছায় ঝঞ্ঝাট pdf বই ডাউনলোড
- ঝিলের ধারে বাড়ি pdf বই ডাউনলোড
সে অপূর্ব মুক্ত শিলাস্তৃত প্রান্তরে রঙ্গীন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোন অবসর-দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্যভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম, পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই।
শুধু বনপ্রান্তর নয়, কত ধরণের মানুষ দেখিয়াছিলাম। কুন্তা-,,,মুসম্মত কুন্তার কথা মনে হল। এখনও যেন সুংঠিয়া বইহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলেমেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার-যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। নয়ত জ্যোৎস্না-ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশঅয় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে, ইদারাটার কাছে দাড়াইয়া আছে।
মনে হয় ধাতুরিয়ার কথা….নাটুয়অ বালক ধাতুরিয়া!…. দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়অ পেটের ভাত জুটাইতে আসিয়াছিল, লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে….চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশীর হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোকঁড়া কোকঁড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরণের ভাবভঙ্গী, বছর তের চৌদ্ধ বয়সের সুশ্রী ছেলেটি।
নিচে আরণ্যক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 3.55 MB |
প্রকাশ সালঃ | সাল |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন