আমার একটা দুঃখ আছে pdf বই ডাউনলোড । সে ছিল এক হাঁক ডাকের শহর। সেখানে বোর হতো কাকের ডাকে; কিন্তু তারও আগে, রাতের নীরবতা ভাঙতো ঘড়ি কিংবা টিকটিকির টিকটিক রব। বাথরুমের ঢিলে ট্যাপ বেয়ে ঝরে পড়তো ফোঁটা ফোঁটা পানি, শব্দ হতো টিপটিপ। সেই নীরবতা ও টিপটিপ শব্দকণার ঐকতান ঘিরে শোনা যেতো পাহারাদারের রব – হৈ।
শুঁড়িখানা বন্ধ হয়ে গেলে টলতে টলতে ফুটপাত মাড়াতো মাতালের পা, তদের আত্মগত বকবকানি ঝরে পড়তে নিয়ন সাইন আর সোডিয়াম বাতির হলুদ আলোর মশারি বেয়ে মানুষের ঘুম ভাঙতো উপসনালয়গুলো থেকে ভেসে আসা পুণ্যের উচ্চকিত আহ্বানে। তারপরেই ধ্বনিত হতে থাকতো বিচিত্র ভ্রাম্যমাণ বিপণীর প্রচার – প্রচারণা – ফেরিওয়ালার ডাক।
‘চাই মুরগি’ হাঁকটা ছিল তীক্ষ্ণ, আর তা মিলিয়ে যেতো দ্রুত, বোঝা যেতো যে, মুরগিওয়ালা হাঁটে দ্রুত, কিন্তু ‘তূলা নিবেন তূলা শিমুল তূলা’ বলে হাঁকতো যে লোকটা, তার আওয়াজ ছিল মৃদু, আর দীর্ঘস্থায়ী। ‘আছে পুরানো শিশি-বোতল খবরের কাগজ’ বলে দীর্ঘলয়েরর ক্লান্তিকর হাঁক শোনা যেতো সকাল ন’টার দিকে।
প্রায় ঘন্টাখানেক চলতো এই হাঁকডাক, তারপর এই পুরোনো শিশি-বোতল -কাগজওয়ালারা যে কোথায় চলে যেতো, সারাটি দিন আর তাদের দেখা নেই। ‘রাখবেন তরকারি’বলে আসতো সবুজ বেঁচা মানুষ। স্বাস্থ্য আর খামারবাড়ির কুশল নিয়ে, শিংমাছ চিংড়িমাছের পসরা সাজিয়েও শহরের পুরোনো আবাসিক এলাকার বিবর্ণ পথে হাঁকতো কেউ।
আরও দেখুনঃ অগ্নিরথ pdf বই ডাউনলোড অ্যালান কোয়াটারমেইন pdf বই ডাউনলোড
চানাচুরওয়ালার আপাদমস্তক ঢাকা থাকতো লাল কাপড়ে। মাথায় চোঙা লাল টুপি। আর তার পায়ে থাকতো ঘুঙুর। হাতের ঠোঙ মুখে লাগিয়ে সে শব্দ তুলতো – ‘ঘটি গরম’। মনে হতো পানির ভেতর থেকে বুড়বুড়ি তোলা এই শব্দ। যেমন শব্দ হয় হুঁকোয় টান দিলে। সস্তার আইসক্রিমওয়ালারা তাদের বরফ রাখা বাক্সের ঢাকনা তুলে আবার বন্ধ করে আওয়াজ তুলতো ধুপধাপ।
সঙ্গে ছোট্ট আকস্মিক চিৎকার ‘আইসক্রিম’, আর একটু দামী আইসক্রিমওয়ালারা চলতো তিনচাকার গাড়িতে, তারা বাজাতো ঝুমঝুমি। চাবি বানানোওয়ালারা কিন্তু একগোছা চাবি হতো নেড়ে নেই এমন শব্দ তুলতো। যারা চাবি হারিয়ে গেছে, সে ঠিকেই বুঝে নিতে পারতো কে এসেছে।
যেমন বাচ্চাদের বেলুনওয়ালারা বেলুনের গায়ে হাত ঘষে এমন বিতিকিচ্ছিরি আওয়াজ তুলতো যে, নাগরিকদের গায়ের রোম খাড়া হয়ে যেতো।
নিচে আমার একটা দুঃখ আছে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 18.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন