আমার আর কোথাও যাওয়ার নেই pdf বই । লাবণীর বিয়ে ভেঙে গেছে। বিয়ে পাত্রপক্ষ ভাঙেনি। ভেঙেছে লাবণী নিজে। বিয়ের কথা একভাবে পাকা হয়েই ছিল। পাত্রের নাম আজাদ। সে দেখতে শুনতে ভালো। উচ্চ শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছে। আচার-ব্যবহার ভালো।
স্বাভাবিক হিসেবে এই বিয়ে ভেঙে যাওয়ার কথা না। বিয়ে স্বাভাবিক হিসেবে ভাঙেওনি। ভেঙেছে অদ্ভূত হিসেবে। আজাদ লাবণীকে দেখতে এসে ‘তুমি’ বলে সম্বোধন করেছে। এই তুমি বলার কারণে বিয়ে ভেঙে গেছে।
বিষয়টা লাবণীর পছন্দ হয়নি। তার ধারণা, যে ছেলে পাত্রী দেখতে এসেই পাত্রিকে তুমি বলে সম্বোধন করে, সে বিয়ের দুই দিন পর থেকে ‘তুই-তোকারি’ শুরু করবে। কথা কথায় গায়ে হাত তুলবে। লাবণী ছেলে মুখের উপর বলে দিয়েছে, ‘আপনার ভদ্রতা জ্ঞানের অভাব আছে। যেই ছেলের ভদ্রতা জ্ঞানের অভাব আছে তাকে আমি বিয়ে করবো না।’
আরও দেখুনঃ নিকটকথা pdf বই ডাউনলোড নষ্ট মেয়ে pdf বই ডাউনলোড
লাবণীর বাবা আজাহার উদ্দিন অবশ্য এই ‘তুমি সম্বোধন’ সংক্রান্ত সমস্যাটি বিশ্বাস করছেন না। তার ধারণা এটা বিয়ে না করার একটা বাহানা মাত্র। এর পেছনে অন্য ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে লজিং মাস্টার বাদল। বাদলকে নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই। তিনি বাদলেল ব্যবস্থা শুরু করে দিয়েছেন।
তবে লাবণীর বিষয়টা নিয়ে তিনি খানিকটা বিরক্ত। এবারেই প্রথম না। এর আগেও দুবার লাবণী তুচ্ছ বিষয় নিয়ে বিয়ে ভেঙে দিয়েছে। আজহার উদ্দিন আছরের নামাজ পড়ে দোতলার টানা বারান্দার এপাশ থেকে ওপাশে ক্রমাগত পায়চারি করছেন। তার হাতে হাকিমপুরী জর্দা দিয়ে বানানো পান। তিনি আঙুলের ডগা থেকে চুন নিয়ে মুখে দিচ্ছেন কিন্তু হাতে ধরা পান মুখে দিতে ভুলে গেছেন।
‘আব্বা আমাকে ডেকেছেন?’
লাবণী বারান্দার দরজা দিয়ে ঢুকলো। তার পরনে টকটকে লাল শাড়ি। এই শাড়ি পরেই সে কিছুক্ষণ আগে পাত্রপক্ষের সামনে গিয়েছিল। আজহার উদ্দিন লাবণীর প্রশ্নের জবাব দিলেন না। তিনি নানান বিষয় নিয়ে চিন্তিত। কিছু মানুষ দুনিয়াতে আসে ঝামেলা মাথায় নিয়ে। ইনিও তাদের একজন। দুনিয়ার সকল ঝামেলা একসাথে মাথায় নিয়ে বসে আছেন। ঝামেলঅ মাথায় নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না।
নিচে আমার আর কোথাও যাওয়ার নেই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ভাষাচিত্র বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ সাদাত হোসাইন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন