আমার আছে জল pdf বই ডাউনলোড । রেল স্টেশনের এত সুন্দর নাম আছে নাকি? “সোহাগী”। এটা আবার কেমন নাম? দিলু বললো, আপা, কি সুন্দর নাম দেখেছে?
নিশাত কিছু বললো না। তার ঠান্ডা লেগেছে। সারারাত জানালার পাশে বসেছিলো। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার। কিছুক্ষণের মধ্যেই হয়ত নাক দিয়ে জল ঝরতে শুরু করবেন।
দিলু বললো – আপা স্টেশনের নামটা পড়ে দেখ না। প্লীজ।
-পড়ছি, ভালো নাম।
দিলুর মন খারাপ হয়ে গেলো। সে আশা করেছিলো নিশাত আপাও তার মত অবাক হয়ে যাবে। চোখ কপালে তুলে বলবে – ও মা, কেমন নাম! কিন্তু সে আজকাল কিছুতেই অবাক হয় না। কথাবার্তা বলে স্কুলের জিওগ্রাফী আপার মত।
নিশাত বলল – দিলু, দেখত বাবু কোথায়? দুধ খাবে বোধহয়।
দিলু বাবুকে কোথাও দেখতে পেলো না। এমন দুষ্টু হয়েছে। ওয়েটিং রুমে ঘাপটি মেরে বসে আছে হয়ত। কাছে গেলেই টু দেবে। ধরতে গেলেই আবার ছুটে যাবে।
ওয়েটিং রুমের একগাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন। বিরক্ত মুখ।
তিনি দিলুকে দেখেই বললেন – একেকজন একেকদিকে চলে গেছে। ব্যাপারটা কি? তোর মা কোথায়?
-জানি না তো।
তোর মাকে খুঁজে বের কর।
-আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি।
বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না এরকম কথা কোথাও লেখা আছে?
সবাই আজ এরকম করে কথা বলছে কেন? কোথাও বেড়াতে সবার হাসিখুশি থাকা উচিৎ। কিন্তু এখানে সবাই কেমন রেগে কথা বলছে। রাগটা তার উপরই। ট্রেনে মা তিনবার বললেন – দিলু পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা । চুপ করে বস।
পা নাচানোর মধ্যে আবার অসভ্যতা কি? যত আজগুবি কথা।
দিলু?
-বল।
তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামাক রেখেছে কোথায় সে?
-আমি কি করে জানব? আমি রাখলে আমি জানতাম। আমি তো রাখিনি।
আরও দেখুনঃ আকাশ জোড়া মেঘ pdf আমাদের শাদা বাড়ি pdf
দিলুর বাবা ওমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স আটান্ন। কিন্তু দেখায় আরো বেশী। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে। মাথার সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তনও হয়েছে হঠাৎ করেই।
নিচে আমার আছে জল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.14 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now