আমাদের শাদা বাড়ি pdf বই ডাউনলোড । আমাদের বাড়িতে সকালের দিকে হইচই একটু বেশি হয়। আমার মা, বয়সের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক সকালবেলায় রেগে আগুন হয়ে থাকেন। যাকে দেখেন তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
ঝড়ের প্রবল ঝাপ্টা বেশিরভাগ সময় আমর বড় ভাইয়ের উপর দিয়ে যায়। বেচারার দোষ তেমন কিছু থাকে না। হয়তো টুথপেস্টের টিউবের মুখ লাগানো হয় নি, কিংবা বাথরুমর পানির কল খোলা – এই জাতীয় তুচ্ছ ব্যাপার। রেগে আগুন হবার মত কিছু না।
আজো বেচারা বকা খাচ্ছে। মার গলা ক্রমেই উঁচুতে উঠছে। অন্যপক্ষ চুপচাপ। বড় ভাই আত্মপক্ষ সমর্থন করেও কিছু বলছে না, কারণ কথা বললেই বিপদ। আত্মরক্ষার একমাত্র উপায় নিরবতা। মার একতরফা কথাবার্তা থেকে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে বুনোভাই দাড়ি শেভ করে নি। বড় ভাইয়ের ডাকনাম বুনো। আমরা সবাই তাকে বুনোভাই ডাকি। যার নাম বুনো তার স্বভাব চরিত্রে বন্যভাব প্রবল হওয়ার কথা। তা কিন্তু না। বুনোভাই খুব শান্ত স্বভাবের মানুষ। এই যে মা তুফন মেল চালাচ্ছেন তিনি একটা শব্দও করছেন না। মিটিমিট হাসছেন।
মা হড়বড় করে বলছেন, তুই ভেবেছিস কী? তোর অনেক যন্ত্রণা সহ্য করেছি। গতকালও তুই শেভ করিস নি। আজো না। তোর মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ঘরে কি ব্লেড কেনার টাকা নাই? নাকি তোকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া হয় না? হাসছিস কেন? এত কিছু শোনার পরেও তোর হাসি আসে? হাসি খুব সস্তা হয়ে গেছে?
আরও দেখুনঃ আকাশ জোড়া মেঘ pdf বই ডাউনলোড অঁহক pdf বই ডাউনলোড
মার গালাগালির সঙ্গে তাল মিলিয়ে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। শব্দটা টিউবওয়েলের। টিউবওয়েলের পাম্প চেপে আমরা দোতলার ছাদে পানি তুলি। ট্যাঙ্কে পানি তোলার জন্য আমাদের কোনো ইলেকট্রিক পাম্প নাই। ওয়ান হর্স পাওয়ারের একটা পাম্প কিনলেই কাজ হয়।
সেই পাম্প কেনা হচ্ছে না, কারণ আমার বাবার স্বাস্থ্য বাতিক। তিনি ঘোষণা করেছেন সকালবেলা সবাইকে খানিকক্ষণ টিউবওয়েলে পানি পাম্প করতে হবে। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। পানি তোলা হবে, স্বাস্থ্যও রক্ষা হবে।
নিচে আমাদের শাদা বাড়ি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1.97 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now