Sunday, October 19, 2025
Homeউপন্যাসআন্ধার পানি pdf বই ডাউনলোড

আন্ধার পানি pdf বই ডাউনলোড

আন্ধার পানি

আন্ধার পানি pdf বই ডাউনলোড । যখন ঘুম ভাঙল টিয়ার তখন অন্ধকার হয়ে গেছে । রুম কুলারটাও বন্ধ হয়ে গেছে। লোডশেডিং এর কারণে। মহারাষ্ট্রে এখন ভালো লোডশেডিং হয়।

ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। ওরা আছে বাংলোর দোতলাতে । সামনেই নভেগাঁও হ্রদ। পাখির অভয়ারণ্য । তবে এই গরমের প্রথমে পরিযায়ী পাখি নেই। কিছু স্থায়ী বাসিন্দা, কমোন ইগ্রেটস আর করমরান্টস আছে । তাদের অস্ফুট স্বর ভেসে আসছে বন্ধ দরজার ওপাশ থেকে । আর কোনও শব্দ নেই ঘুটঘুটে অন্ধকারের মতো ঘুটঘুটে নৈঃশব্দ।

টিয়া ঘরে শুধু একাই ছিল । নাগপুরে সেমিনারি হিলস-এ ওয়াটার বোর্ডের গেস্ট হাউসে রাতে ছিল কাল, কলকাতা থেকে রাতের উড়ান-এ এসে । খুব ভোরে উঠেই তৈরী হয়েছিল । প্রদীপদারা যখন গাড়ি নিয়ে এল গেস্ট হাউসে তখন সবে আলো ফুটেছে ।

আরও দেখুনঃ এই শুভ্র pdf বই ডাউনলোড

সামান্য ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়েছিল । দুটি কালিস ভাড়া করেছে ওরা । এস ইউ ভি নভেগাঁওতে লাঞ্চ এর আগেই হেসে-খেলে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝপথে টায়ার পাংচার হওয়াতে বিপত্তি হল । স্টেপনি যে বুটের মধ্যে ঠিক কোথায় আছে তাই প্রথমত খুঁজে পাওয়া যাচ্ছিল না।

যদি বা পাওয়া গেল, তারপর স্টেপনিটাকে কীভাবে বার করতে হবে পেছন থেকে, তা নিয়ে অনেকক্ষণ গবেষণা চলল । তাতেও যখন বুদ্ধি বেরল না তখন হাইওয়ের উপরে অন্য একটি চলমান কালিসকে দাঁড় করিয়ে, তার ড্রাইভারের সাহায্যে স্টেপনি বের করে লাগানো হলো ।

ওদের অন্য কালিসটি আগেই বেরিয়ে গেছিল । টিয়াদের অত দেরি দেখে ওদের বোঝা উচিৎ ছিল যে, কোনও গন্ডগোল হয়ে থাকতে পারে কিন্তু আগে পৌঁছে সাত আটজনের লাঞ্চের বন্দোবস্ত করতে হবে ক্যান্টিনে । সেই টেনশনেই সঞ্জীবদারা ড্রাইভারকে ‘টেনে’ চালাতে বলেছিল।

টিয়াদের গাড়িতে স্টেপনিটি লাগিয়ে যখন ওরা নভেগাঁও-এর রাস্তার মুখে এসে পৌঁছল তখন দেখল সঞ্জীবদাদের গাড়ির টায়ারও পাংচার হয়েছে এবং তাদেরও একই সমস্যা।

নিচে আন্ধার পানি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

আন্ধার পানি pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 3.82 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ বুদ্ধদেব গুহ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site