আনন্দ-নট pdf বই ডাউনলোড। ঘুরে ফিরে যখন গঙ্গার ধারটিতে এসে বসলাম তখন সন্ধ্যা নেমে এসেছে। আমার পেছনে পড়ে রয়েছে ডায়মন্ডহারবার শহরটা। রাস্তাটাই হচ্ছে বাধঁ উত্তরে একটু এগিয়ে গেলে এই বাঁধের নীচে বাঁদিকে পড়বে থানা আর আদালতের বাড়িগুলো। ডান দিকে সারি সারি দোকান।
আরও এগিয়ে বড় খালটা। পুল পেরিয়ে ডাইনে-বায়ে নুতন বসতি, সম্ভ্রান্ত পল্লী ; ডায়মন্ড হারবারের বালিগঞ্জ। একমুঠি শহর ডায়মন্ডহারবার শেষ হয়ে গেল। বেশ লাগে কিন্তু। যখনই আসি, দেখি কিছু-না-কিছু বেড়েছে। কলকাতাও বাড়ছে।
আরও বই দেখুনঃ
- বসন্তে pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
- অবমানব pdf বই ডাউনলোড
- অলৌকিক কাহিনী সমগ্র pdf বই ডাউনলোড
- হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ pdf বই ডাউনলোড
বেড়ে হচ্ছে বিকৃত, শ্রীহিন, ডায়মন্ড হারবারের বৃদ্ধিটা শ্রীবৃদ্ধি; এই জন্য ওখানে হাপিঁয়ে উঠলে এখানে আসি ছুটে মাঝে মাঝে কয়েক ঘন্টার জন্য; রেলে এসে বাসে ফিরে যাওয়া। জায়গাটাকে ভালবাসি বলে এখানে রাত কাটাতে চাই না, বাসা বাধঁতে চাই না। কে জানে, অতিপরিচয়ে আবার কি গ্লানি বেরিয়ে আসবে।
ডায়মন্ড হারবারের এইটুকু বাস্তবেই আমি সন্তুষ্ট, বাকিটুকু আমার স্বপ্নে থাকে অম্লান অক্ষয় হয়ে। ছবিটুকু মনের মধ্যে সঞ্চয় করে নিয়ে গঙ্গার ধারাটিতে এসে বসেছি। আমার শেষ বাস আটটায়, এখনও দেরি আছে। ঘুরে ফিরে এসে এই জায়গাটিতে বসবার আমার সময়ও এই। এইখানে ডায়মন্ড হারবারের বাস্তব আর স্বপ্ন মিলেছে সবচেয়ে নিবিড় হয়ে, যেমন নিবিড় হয়ে মিলেছে দিনের বাস্তবের সঙ্গে সন্ধ্যার স্বপ্ন।
এখানে এসে আমি বসি স্থান আর কালের ত্রিবেণী সঙ্গমে। চতুর্বেণী বলাই ঠিক, ত্রিবেণী কথাটা ব্যবহার করলাম চালু বলে, যুগযুগান্তের ট্রাডিশনপুত বলে। আমার বাদিকে এই প্রশান্ত বাধের রাস্তা সোজা চলে গেছে কাকদ্বীপ, তার মানে নিবিড় সুন্দরবন আর অনন্ত সমূদ্রের যাত্রী।
সামনে আমার বিরাট বিস্তৃত নদী, নিতান্তই একটি ক্ষীন বনরেখা তাকে অনন্ত আকাশের সঙ্গে করেছে পৃথক, সন্ধ্যা আর একটু গাঢ় হয়ে এলেই সে পার্থক্যটুকু যাবে ঘুচে। অনন্তের সঙ্গে আরও একটা যোগ অনুভব করি যখন এখানটিতে এসে বসি আমার বায়েঁ প্রসারিত থাকে দক্ষিণ, সামনেও প্রসারিত থাকে তারই সোদর অস্তরাগ-লাঞ্ছিত পশ্চিম।
নিচে আনন্দ-নট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | শ্রীগুরু লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 7.24 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন